Home Finance GAS CYLINDER PRICE: গ্যাসের দাম নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র, মাথায় হাত সাধারণ মানুষের

GAS CYLINDER PRICE: গ্যাসের দাম নিয়ে নয়া সিদ্ধান্তের পথে কেন্দ্র, মাথায় হাত সাধারণ মানুষের

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ বিগত কয়েকবছর ধরে গ্যাসের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। ফলত সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি। এর মধ্যেই বিভিন্ন সরকারি গ্যাস সরবরাহ সংস্থাগুলি গ্যাসের দাম নিয়ে ফের একবার বড় সিদ্ধান্তের পথে হাঁটল। এলপিজি সিলিন্ডারের উপর থেকে এতদিনের দেওয়া ছাড় এবার উঠে যাচ্ছে, ফলত গ্যাস সিলিন্ডার কিনতে এবার আরও বেশি গাঁটগরচা। এলপিজি সিলিন্ডার কিনতে হলে গ্রাহককে এবার খরচ করতে হবে অতিতিক্ত টাকা।

এখনও পর্যন্ত এই এলপিজি সিলিন্ডারের ছাড় উঠে যাওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারগুলির জন্যই। সরকারি তেল সংস্থাগুলি এতদিন প্রতি সিলিন্ডার পিছু ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ছাড় দিত। সেই ছাড়ই এবার বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি তরফে জানানো হয়েছে, বাণিজ্যিক সিলিন্ডারে ডিস্ট্রিবিউটরদের অতিরিক্ত ছাড়ে লাগাম টানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের তিনটি সরকারি তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এই তিন সংস্থার তরফে ডিস্ট্রিবিউটরদের জানানো হয়েছে, এবার থেকে বাণিজ্যিক গ্যাসে গ্রাহকরা কোনওরকম ছাড়ের সুযোগ পাবেন না। গত ৪ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে।

ইতিমধ্যেই ইন্ডিয়ান অয়েলের ১৯ কেজি এবং ৪৭.৫ কেজি সিলিন্ডার কোনওরকম ছাড় ছাড়াই বিক্রি করা হচ্ছে। একইভাবে হিন্দুস্তান কর্পোরেশন লিমিটেডের সিলিন্ডারেও বাতিল করা হয়েছে ছাড়। এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার মূলত হোটেল এবং রেস্তোরাঁয়। এই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় রেস্তোরাঁর খাবারের দাম বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলত সমস্যায় পড়বেন সেই সাধারণ মানুষজনই।

You may also like