Home Featured Germany’s qualification criteria in FIFA: বিশ্বকাপে টিকে থাকল জার্মানি! কোন সমীকরণে নক-আউটে পৌঁছবে ন্যায়াররা

Germany’s qualification criteria in FIFA: বিশ্বকাপে টিকে থাকল জার্মানি! কোন সমীকরণে নক-আউটে পৌঁছবে ন্যায়াররা

by Arpita Sardar

মহানগর ডেস্ক: শেষমেষ তরী ডুবতে ডুবতেই তীরে এসে শেষ রক্ষে হলো জার্মানির। স্পেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে এবারের ফুটবল বিশ্বকাপে নক-আউট পর্বে যাওয়ার লড়াইয়ে নিজের নাম পাকা করে ফেলেছে। যদিও এই পর্বে উঠতে অন্য দলের ‘সাহায্য’ লাগে। কিন্তু স্পেনের বিরুদ্ধে ওই একটা গোলের কারণেই কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছে জার্মানির কাছে। যদিও পড়ে দলীয় ‘সাহায্য’ না পেলে পরপর দু’বার বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে লজ্জাজনক ভাবে ছিটকে যেতে পারেন ম্যানুয়েল ন্যয়াররা।

রবিরাতে ম্যাচের ৬২ মিনিটে জার্মানি স্পেনের গোল খায়। কিন্তু পরে স্পেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ম্যাচের সমতা ফিরিয়ে দেয় জার্মানি। তবে স্পেনের বিরুদ্ধে নিজেদের লড়াই জারি রাখার মানসিক প্রস্তুতির জন্য তাদের কোস্টারিকাকে ‘উপহার’ পাঠাতে পারেন ন্যয়াররা। কারণ রবিবার আর একটি ম্যাচে যদি কোস্টারিকা জাপানকে কুপোকাত না করত তাহলে এতক্ষণে কাতারকে টাটা বাই বাই বলতে হতো জার্মানির।

এবার আসা যাক একটি অঙ্কে। কিভাবে জার্মানি নক-আউট পর্বে যেতে পারবে?

১) জার্মানিকে অবশ্যই গ্রুপ লিগের শেষ ম্যাচে জিততে হবে। সেইসঙ্গে ছন্দে থাকা জাপানকে স্পেন যাতে হারিয়ে দেয়, সেই প্রার্থনা করতে হবে। কারণ কোস্টারিকাকে হারালে জার্মানির পয়েন্ট হবে ৪ এবং স্পেনের ৭। সেখানেই জাপান ও কোস্টারিকা ৩ পয়েন্টেই আটকে থাকবে। সরাসরি ‘রাউন্ড অফ ১৬’-এ উঠে যাবে স্পেন ও জার্মানি।

২) স্পেন ড্র করলেও নক-আউটে যেতে পারে জার্মানি। তবে সেক্ষেত্রে বিচার্য বিষয় হল গোলপার্থক্য। আবার যদি স্পেন ও জাপানের ম্যাচ ড্র হয়, তাহলে সমীকরণ হবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের ৫ পয়েন্ট ও জাপানের ৪ পয়েন্ট। তবে জাপানের যেহেতু গোলপার্থক্য শূন্য আছে, তাই শেষ ম্যাচে ড্র করলে গোলপার্থক্য একই থাকবে। অর্থাৎ কোস্টারিকাকে ন্যূনতম ২-০ গোলে হারালেই নক-আউটে স্পেনের সঙ্গী হবে জার্মানি (আপাতত গোলপার্থক্য -১)।

৩) এবার স্পেন যদি জাপানের কাছে হেরে যায়, তাহলেও খাতায় কলমে জার্মানির সামনে নক-আউটে যাওয়ার সুযোগ আছে। যদি জাপান জিতে যায়, তাহলে রিৎসু দোয়ান এবং তাকুমা আসানোদের পয়েন্ট হবে ৬। স্পেন আটকে থাকবে ৪ পয়েন্টেই। কোস্টারিকাকেও হারিয়ে জার্মানিও ৪ পয়েন্টে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে জাপানের সঙ্গী হিসেবে নক-আউটে কোন দল উঠবে, তা গোলপার্থক্য নিরিখে বিবেচনা করা হবে। আপাতত স্পেনের গোলপার্থক্য ৬। হারলে সেটা কিছুটা কমলেও কোস্টারিকার বিরুদ্ধে বড়সড় ব্যবধানে জিততে হবে জার্মানিকে। অর্থাৎ গোলপার্থক্যের নিরিখে স্পেনকে ছুঁতে গেলে জার্মানিকে অভাবনীয় কিছু করতে হবে। তাহলেই গোলপার্থক্যের নিরিখে স্পেনকে ছাপিয়ে নক-আউটে যেতে পারবেন থমাস মুলাররা।

আসন্ন ম্যাচ
১) জার্মানি বনাম কোস্টারিকা: আগামী ২ ডিসেম্বর (ইংরেজি মতে), রাত ১২ টা ৩০ মিনিট, আল-বাইত স্টেডিয়াম।
২) স্পেন বনাম জাপান: আগামী ২ ডিসেম্বর (ইংরেজি মতে), রাত ১২ টা ৩০ মিনিট, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

You may also like