Home Uncategorized Giant Mysterious Object: ফ্লোরিডার সমুদ্রতীরে রহস্যময় বস্তু ঘিরে চাঞ্চল্য, আসছে বিশেষজ্ঞ দল!

Giant Mysterious Object: ফ্লোরিডার সমুদ্রতীরে রহস্যময় বস্তু ঘিরে চাঞ্চল্য, আসছে বিশেষজ্ঞ দল!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: আমেরিকার ফ্লোরিডার (Florida) ডেটোনা সমুদ্রতীরে বিশাল এক রহস্যময় বস্তু (Giant Mysterious Object) ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রহস্যময় বস্তুটি কাঠ এবং সম্ভবত ধাতুর তৈরি বলে জানা গিয়েছে। লম্বায় আশি ফুট বলে জানা গিয়েছে। সমুদ্রতীরে বেড়াতে আসা লোকজনদের চোখে প্রথম নজরে পড়ে রহস্যময় বস্তুটি। সমুদ্রের প্রবল ঢেউয়ের জন্য তীরে পড়ে থাকা বস্তুটি কারো নজরে পড়েনি। কাউন্টির অধিকর্তারা জানান ওই রহস্যময় বস্তুটি এর আগে বালির নীচে চাপা পড়েছিল। এ বছরের শুরুতে হ্যারিকেন ইয়ান ও নিকোলে ভোলুসিয়া কাউন্টিকে তছনছ করে দেয়। বস্তুটি কে তা জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা।

সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অসংখ্য জল্পনা চলছে। কারো কারো দাবি এটি কোনও প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ। আবার কেউ কেউ জানিয়েছেন এটি একটি পুরনো জেটি বা জাহাজঘাঁটার টুকরো। আবার কেউ কেউ দাবি করেছেন রহস্যময় বস্তুটি কোনও খেলার সামগ্রী। ভোলুসিয়া কাউন্টি বিচ সেফটির মুখপাত্র জানিয়েছেন, এটি একটি রহস্যময় বস্তু। অনেকে ভাবছেন এটি প্রাচীন জাহাজের টুকরো। সমুদ্রতটে অভূতপূর্ব ক্ষয় হয়েছে বলে জানিয়েছেন ভোলুসিয়া বিচ সেফটি ডেপুটি চিফ বহুদিন তাঁরা এমন ধরণের ভূমিক্ষয় দেখেননি। প্রায় পঁচিশ বছর ধরে তিনি রয়েছেন। এই প্রথম তিনি এমন ঘটনা দেখলেন। ফ্লোরিডার আন্ডারওয়াটার আর্কিওলজিক্যাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা সমুদ্রতীরে তোলা ছবি খুব ভালোভাবে পর্যালোচনা করে দেখবে। প্রসঙ্গত, এ বছর জলবায়ু পরিবর্তনে সারা বিশ্বে একাধিক অস্বাভাবিক দেখতে পাওয়া গিয়েছে।

You may also like