মহানগর ডেস্ক: অবাক কাণ্ডই বটে! শিশুকন্যা জন্মালো দু ইঞ্চি লেজ নিয়ে (Girl Child Born With Tail)। মেক্সিকোয় এমন এক বিরল শিশুকন্যার জন্ম দিলেন এক মহিলা। শিশুকন্যার লেজ দেখে রীতিমতো থ চিকিৎসক,নার্স থেকে শুরু করে তার বাবা মায়েরা। উত্তরপূর্ব মেক্সিকোয় ( North East Mexico) এমন শিশু কন্যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে সেখানে। তবে লেজ নিয়ে জন্মালেও শিশুটির চেহারা পুরোপুরি ঠিকঠাক এবং স্বাস্থ্যও চমৎকার। অদ্ভুত শিশুকন্যার বাবা মায়ের বয়েস কুড়ির ওপর। শিশুর জন্ম দেওয়ার আগে মায়ের শরীর ঠিক ছিল। এবং সঠিক সময়েও শিশুটির জন্ম হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে নুয়োভো লেয়ন হাসপাতালে শিশুকন্যাটির সি-সেকশনের দ্বারা জন্ম হয়েছে। সেখানে জন্মের পরই তার লেজ দেখতে পান চিকিৎসক,নার্সরা।
প্রসবের পর দেখা যায় শিশুকন্যার লেজটি সামান্য বাঁদিকে বেঁকে আছে। নরম তুলতুলে লেজটি ৫.৭ সেন্টিমিটার এবং লেজের শেষ দিকটি চামড়া, সুক্ষ্ন চুলে ঢাকা। লেজের শেষটা একটু উঁচু এবং সেটি দৈর্ঘ্যে তিন মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটারের মধ্যে। লেজের শেষটি ক্রমশ সরু হয়ে আছে। লেজ নিয়ে শিশুকন্যার জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সেটি ভাইরাল হয়ে যায়। শিশুকন্যাটির জন্মের দু মাস পরে জানা গিয়েছে তার ওজন একটু বেড়েছে এবং চেহারাও ভালো হয়েছে। এরপর অবশ্য তার লেজটি ছোট একটি অস্ত্রোপচার করে বের করে দেওয়া হয়। লেজ বাদ দেওয়ার দিনই তার মা ও তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। লেজ কেটে বাদ দেওয়ার পরে কোনও সমস্যা হয়নি। এরকম লেজওয়ালা শিশু বিরল বলেই জানা গিয়েছে। ২০১৭ সালে এরকম একশো পঁচানব্বইটি ঘটনার কথা সামনে এসেছে। সব থেকে বড় সাইজের লেজ ছিল ৭.৯ ইঞ্চি। ২০২১ সালে ব্রাজিলে একটি শিশু জন্মছিল লেজ ও মাংসের বল নিয়ে।