মহানগর ডেস্ক: দুনিয়ায় অসম্ভব বলে কিছু হয় না। তবে সম্ভব করতে হলে চুপচাপ বসে থাকলে হবে না। ক্রমাগত চেষ্টা করে যেতে হবে। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট একসময় বলেছিলেন, অসম্ভব বলে কিছু হয় না। দৃষ্টিহীন হেলেন কেলার অদম্য মনের সাহস দেখিয়ে পেরিয়েছিলেন অসম্ভব অনেক বাধা। ইতিহাসের পাতা থেকে হালফিলের টুইটার। সেখানে এবার সেই অসম্ভবকে সম্ভব করার জাদুকরী ছবি দেখা গেল, যা দেখে নেটিজেনরা স্রেফ হাঁ। টুইটারে পোস্ট করা ভিডিওয় এমনই এক এক পায়ের বালিকার (Girl With Amputated Leg) স্কেটিং করার ঘটনা চমকে দিয়েছে সবাইকে। মিলি ট্রেজো নামে ওই বালিকা আর্জেন্টিনা (Argentina) ন্যাশনাল চ্যাম্পিয়ন অব অ্যাডাপটিভ স্কেটিংয়ে এক পায় যে জাদু দেখিয়েছে, তা দেখে মুখে কথা সরছে না কারোরই।
মিলির একটা পা নেই। আরেক পায়ে সে অনায়াসে স্কেটিং করে যাচ্ছে। স্কেটিংয়ের শেষপর্যায়ে বালিকটাটি এসে সোজা এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভিডিওয় ক্যাপশন দেওয়া হয়েছে, কোনও কিছুই অসম্ভব নয়। মিলি ট্রেজো আর্জেন্টিনা ন্যাশনাল চ্যাম্পিয়ন অব অ্যাডাপটিভ স্কেটিংয়ে অলৌকিক বাহাদুরি দেখিয়েছে। ভিডিওটি দেখেছেন উনচল্লিশ হাজার জন। আর কমেন্ট জানিয়েছেন অসংখ্য মানুষ। তার এই অদম্য সাহসকে কুর্নিশ করেছেন অজস্র মানুষ। অনেকেই বলেছেন বাচ্চা মেয়েটি তাদের কাছে বিশাল এক অনুপ্রেরণা। টুইটারে ভিডিও পোস্ট হওয়ার পর একের পর এক প্রশংসায় ভেসে গেছে। এক টুইটার ইউজার লিখেছেন, দারুণ সুন্দর, অবিরাম তার স্কেটিং। ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে। সবমিলিয়ে প্রশংসার বন্যা থামানো যায়নি। আর অভিনন্দন তো মাপাই যাবে না। একজন আবার লিখেছেন, কোনও কিছুই অসম্ভব নয়।