মহানগর ডেস্ক: ক্যান্সারের (Cancer) লক্ষণ ব্যক্তিভেদে কিন্তু আলাদা হয়। ভিন্ন ভিন্ন উপলক্ষণ থাকতে পারে। তবে এর সবচেয়ে সাধারণ লক্ষণ দ্রুত ওজন কমে যাওয়া, ফুলে যাওয়া এবং টিউমার তৈরি হওয়া। এবার প্রোস্টেট ক্যান্সার নিয়ে আলচনা চলবে। চলুন জেনে নেওয়া যাক সেই প্রতিরোধের উপায়।
শরীর ভেদে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণও আলাদা। ক্যান্সার শরীরের জৈবিক ক্রিয়াকলাপকে খারাপভাবে প্রভাবিত করে। কিন্তু এই রোগের মূল সমস্যা, শুরুতেই এই কোনো লক্ষণ থাকে না, রোগের বয়স যত বাড়তে থাকে ততই আত্মপ্রকাশ করে এই লক্ষণগুলি। বারবার প্রস্রাবে যাওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। ফুসফুসের ক্যান্সারের পর পুরুষদের মধ্যে বেশির ভাগই দেখা যায় প্রস্টেট ক্যান্সার। দেখা যায় প্রোস্টেট ক্যান্সার। সব পুরুষই প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিতে থাকেন।
এই প্রস্টেট ক্যান্সার এড়াতে খাদ্যতালিকা সঠিক ভাবে বানাতে হবে। ডায়েটে কম স্যাচুরেটেড ফ্যাট এবং ফল ও শাকসবজি অন্তর্ভুক্ত করুন। আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, প্রোস্টেট ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধ করা যায় না।