Home National IRCTC: সস্তায় গোয়া ঘোরার জন্য দুর্দান্ত অফার IRCTC – র

IRCTC: সস্তায় গোয়া ঘোরার জন্য দুর্দান্ত অফার IRCTC – র

by Arpita Sardar
goa, irctc, travel, offer, emi facility

মহানগর ডেস্কঃ শীতের মরশুম আর বছরের শেষ মাস। সব মিলিয়ে ছুটির রেশ। এই বছরের শেষ অথবা নতুন বছরকে সামনে রেখে অনেকেই যে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। সেই সমস্ত মানুষজনের কথা ভেবেই এবার দুর্দান্ত সুযোগ নিয়ে এলো IRCTC। মূলত, প্রত্যেক ভ্রমণপিপাসী মানুষই তাঁদের জীবনে একবার অন্তত গোয়াতে বেড়াতে যেতে চান। সেখানকার সৌন্দর্য বারবারই সকলকে আকৃষ্ট করে। এবার গোয়ায় ঘুরতে যাওয়ায় IRCTC-র তরফে তৈরি করা হয়েছে দুর্দান্ত ট্যুর প্যাকেজ।

এই ট্যুর প্যাকেজের মাধ্যমে খুব কম খরচে পরিবারের সদস্যদের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে গোয়া যেতে পারেন। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত গোয়ায় আসা পর্যটকদের জন্য একটি ট্যুর প্যাকেজ তৈরি করেছে। ফলত এই প্যাকেজের মাধ্যমে গোয়াতে ৩ রাত এবং ৪ দিন কাটাতে পারবেন ভ্রমণপিপাসুরা। পাশাপাশি, এই ট্যুর প্যাকেজে যাত্রীদের বিমান ভ্রমণের সুবিধাও দেওয়া হবে। ফলত কম সময়ে পৌঁছে যাওয়া যাবে ড্রিম ডেস্টিনেশনে।

এই প্যাকেজে ভ্রমণকারীদের লখনউ থেকে গোয়া যাওয়ার জন্য উড়ানের সুবিধা দেওয়া হবে। পাশাপাশি, গোয়াতে থাকার জন্য একটি থ্রি স্টার হোটেলে রুমও বুক করা হবে। এছাড়াও হোটেলে ২ বার বিনামূল্যে খাবার সহ গোয়ার স্থানীয় এলাকায় ঘোরাঘুরি করার জন্য যাত্রীরা ক্যাব বা ট্যাক্সির সুবিধাও পাবেন ভ্রমণকারীরা।

IRCTC-র এই প্যাকেজের ক্ষেত্রে তিনজনের জন্য ২৮,০৪০ টাকা খরচ করতে হবে। অপরদিকে দুজনের জন্য প্যাকেজের মূল্য ২৮,৫১০ টাকা। গোয়ার এই ট্যুর প্যাকেজ বুক করতে IRCTC –র অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নেওয়া যাবে। এছাড়াও প্যাকেজটি পর্যটন বিভাগ, গোমতী নগর, লখনউ, কানপুরে অবস্থিত IRCTC-র অফিসেও বুক করা যেতে পারে। এই ট্যুর প্যাকেজে পর্যটকদের ইএমআই-এর সুবিধাও দেওয়া হচ্ছে। প্রতি মাসে কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া যাবে।

You may also like