মহানগর ডেস্ক: বছর ঘুরলেই দেশের পাঁচ রাজ্যে বাজতে চলেছে ভোটের দামামা। আর এই পাঁচ রাজ্যের তালিকায় রয়েছে উপকূলীয় রাজ্য গোয়ার নামও। আরব সাগর তীরবর্তী রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাথেয় করেই রাজনৈতিক দলগুলো নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে মরিয়া। তাই এখন থেকেই নির্বাচনী প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। বাদ যাচ্ছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও।
মঙ্গলবার গোয়ায় জনসভা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিন জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি ঘোষণা করেন যে যদি আপ ক্ষমতায় আসে তাহলে চাকরি না পাওয়া পর্যন্ত সেই রাজ্যের যুবকদের প্রতি মাসে ৩০০০ টাকা করে বেকার ভাতা দেবে তাঁর পার্টি। এরপর তিনি বলেন,’ দিল্লিতে মানুষ বিনামূল্যে এবং ২৪ ঘণ্টা বিদ্যুৎ পান। আপনি দিল্লিতে আপনার বন্ধু বান্ধব, আত্মীয়দের জিজ্ঞাসা করুন। তাঁরা যদি এই কথাগুলো অস্বীকার করেন তবে আমাকে ভোট দেবেন না। আমরা যুবকদের চাকরি দেব। তাঁদের চাকরি না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৩০০০ টাকা বেকার ভাতা দেব।’
People in Delhi get free & 24 hrs electricity. You ask your friends, relatives in Delhi & if they deny it then don’t vote for me… We’ll give jobs to youth & till they get jobs we’ll give unemployment allowance of Rs 3000 per month: Delhi CM & AAP Convener Arvind Kejriwal in Goa pic.twitter.com/UuO5Y07RCC
— ANI (@ANI) December 21, 2021
তারপর তিনি বলেন,’গোয়া হল এমন একটি ‘ প্রথম শ্রেণীর রাজ্য’ যেখানকার রাজনীতিবিদরা সব ‘ থার্ড ক্লাস’। একজন মন্ত্রী যৌন কেলেঙ্কারি করেছেন, একজন ভেন্টিলেটর কেলেঙ্কারী করেছেন, একজন চাকরি কেলেঙ্কারি করেছেন, একজন মন্ত্রী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং একজন মন্ত্রী এমনকি একটি আবর্জনা কেলেঙ্কারি করেছেন আমি মনে করি গোয়ার অনেক ভাল কিছু প্রাপ্য। গত ৬০ বছরে এই রাজনৈতিক দলগুলো দুর্নীতি ছাড়া আর কী দিয়েছে আপনাদের? আম আদমি পার্টিই এই রাজ্যে প্রথম দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা করবে।’
Goa is a first-class state with absolutely third-class politicians. I think Goa deserves much better politicians. What did these parties give you apart from corruption in the last 60 years? Our party will make the first corruption-free govt in Goa: Delhi CM Arvind Kejriwal in Goa pic.twitter.com/QyENyisw2N
— ANI (@ANI) December 21, 2021