Home Featured BJP : সোনা-গাড়ি -কোটি কোটি টাকা, ‘মানব দরদী’ বিজেপির ইনি ভোটপ্রার্থী

BJP : সোনা-গাড়ি -কোটি কোটি টাকা, ‘মানব দরদী’ বিজেপির ইনি ভোটপ্রার্থী

by Anamika Nandi
BJP : সোনা-গাড়ি -কোটি কোটি টাকা, 'মানব দরদী' বিজেপির ইনি ভোটপ্রার্থী

মহানগর ডেস্ক: দিল্লির রাজিন্দর নগর বিধানসভা আসনের আসন্ন উপ নির্বাচনের  (Rajinder Nagar Bypoll) জন্য বিজেপির মনোনীত প্রার্থী হলেন রাজেশ ভাটিয়া (Rajesh Bhatia)। মনোনয়নের জন্য জমা দেওয়া হলফনামা অনুসারে তিনি হলেন সকল প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী। হ্যাঁ, দিল্লির মুখ্য নির্বাচনী অফিসারের কাছে জমা পড়া হলফনামা তাই বলছে।

সেইসঙ্গে আম আদমি পার্টির মনোনীত প্রার্থী দুর্গেশ পাঠকের হলফনামা বলছে, তাঁর সর্বনিম্ন সম্পদ রয়েছে। আপ, বিজেপি এবং কংগ্রেসের প্রার্থীদের মধ্যে সবথেকে কম সম্পত্তির মালিক তিনি। এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর জমা দেওয়া নথি অনুযায়ী, স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তি রয়েছে ৬,৭৭,৯৮০.১১ টাকার।

আরও পড়ুন: ধর্ষিতার ভিডিও ফাঁস করে পুলিশি জালে বিজেপি নেতা

এদিকে বিজেপি মনোনীত প্রার্থী রাজেশ ভাটিয়ার স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পত্তি রয়েছে ২,০৮,৮৫,৭৭৭ টাকার। সেইসঙ্গে তিনি একটি হন্ডা গাড়িরও মালিক। রয়েছে ১৫০ গ্রাম সোনা। যার মূল্য এখনকার দিনে ৭,৯০, ৯৫০। অপরদিকে দিল্লির সিইও অফিসে জমা দেওয়া হলফনামা অনুসারে কংগ্রেস মনোনীত প্রার্থী প্রেম লতার সম্পত্তির মূল্য ৬,৯৪,৯৭০.৯৫ টাকা। সব মিলিয়ে তথ্য অনুযায়ী, বিজেপি মনোনীত প্রার্থী রাজেশ ভাটিয়া বাকিদের তুলনায় যথেষ্ট ধনী।

৬ জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। AAP প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দুর্গেশ পাঠককে। অন্যদিকে আসন্ন উপ-নির্বাচনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে মিস্টার ভাটিয়ার নাম ঘোষণা করেছে। কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন পৌর কাউন্সিলর প্রেম লতাকে প্রার্থী করা হয়েছে। ২৩ জুন এই আসনের জন্য উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

You may also like