মহানগর ওয়েবডেস্ক: দুর্ঘটনার কবলে গোবিন্দার পুত্র। গত বুধবার রাত ৮.৩০ টা নাগাদ মুম্বইয়ের জুহুতে গাড়ি দুর্ঘটনায় আহত হন গোবিন্দার পুত্র যশবর্ধন। যদিও তার গুরুতর আঘাত লাগেনি বলে দাবি করেছেন গোবিন্দা।
যদিও দুর্ঘটনায় সম্পূর্ন রূপে ভেঙে গিয়েছে যশবর্ধনের গাড়িটি। তার হাতে দুটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, যশবর্ধনের গাড়ির সামনে হঠাৎই যশ রাজ ফিল্মের একটি গাড়ি চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতেই ধাক্কা মারেন। গোবিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন থানায় যায়নি কোনও পক্ষই, ঘটনাস্থলেই নিজেদের মধ্যে রফা করে নেন।
গতকাল রাতেই নিজের ছেলের দুর্ঘটনার কথা শুনে জুহুতে ছুটে আসেন গোবিন্দা। অভিনেতা নিজেই হাসপাতালে ছেলেকে নিয়ে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।