মহানগর ডেস্ক: এতদিন ব্যাঙ্কিং ক্ষেত্র ছাড়া প্যান কার্ডের তেমন প্রয়োজনীয়তা চোখে পড়ত না। কিন্তু এবার কেন্দ্রীয় এবং রাজ্য-স্তরের বিভিন্ন অনুমোদনের জন্য সেই প্যান নম্বরকেই (Pan no) গুরুত্বপূর্ণ নম্বর হিসাবে স্বীকৃতি দেবার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমেই (NSWS) এই প্যান নম্বরকে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে যে কোনও আর্থিক ভেরিফিকেশন থেকে লাইসেন্সের পুনর্নবীকরণ, বিনিয়োগ- সব ক্ষেত্রেই PAN নম্বর ব্যবহার করে চোখের পলকে কাজ হয়ে যাবে। এই প্রক্রিয়াকরণ নিয়ে সদর্থক ভূমিকা নিতে চলেছে বলে সোমবার কেন্দ্রসরকারের তরফে জানিয়েছেন alকেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল।
কেন্দ্র জানাচ্ছে, যে কোনও কাজে সংস্থার এই একটি প্যান নম্বরই গ্রহণ করবে NSWS। কারণ এই সিস্টেম ডেটা ডুপ্লিকেশনের সমস্যাকে রোধ করবে অনেকাংশেই। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রক ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের শাখা রাজস্ব বিভাগের (DoR) সঙ্গে আলোচনা করেছে। এরফলে একজন ব্যক্তির একটি মূল ডেটাবেস তৈরী হবে, ফলে বার বার ডেটা স্টোরের ঝামেলা দূর হবে। সরকার যে কোনও কাজের জন্য সেই ব্যক্তির প্যান নম্বর ব্যবহার করে ডেটা অ্যাকসেস করতে পারবে। কারণ প্যান-এ প্রয়োজনীয় বেশিরভাগ তথ্য, যেমন সংস্থা, ঠিকানা ইত্যাদি প্রায় সবই থাকে।
বর্তমানে, কোনও একটি সংস্থারই নানা রকম সংখ্যা লাগে। ১৫ সংখ্যার পণ্য ও পরিষেবা কর (GSTIN), করদাতা চিহ্নিতকরণ নম্বর (TIN) এবং ট্যাক্স ডিডাকশন অ্যাকাউন্ট নম্বর বা ট্যাক্স কালেকশন অ্যাকাউন্ট নম্বর (TAN)-এর মতো হাজারো সংখ্যা রয়েছে। প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা ডেটাবেস রয়েছে। আর তার জন্য আলাদা আলাদা কাজের আলাদা নম্বর দিতে হয়। কিন্তু একটি জাতীয় সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে PAN নম্বরকে কাজে লাগিয়ে তৈরি সিঙ্গেল ডেটাবেস নিয়ম চালু হলে সেই সমস্যা দূর হবে। ইতিমধ্যেই NSWS তার একটি পাইলট ভার্সান চালু করেছে। যে পোর্টাল একেবারে ৯৯ শতাংশ নির্ভুল কাজ করতে সক্ষম হয়েছে। ফলে আগামিদিনে পুরোদমে এই নীতি চালু করার উদ্যোগ নিতে চলেছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।