Home Featured Cervical Cancer: জরায়ুর ক্যান্সারের জন্য সেরামের তৈরি টিকাকে সরকারি ছাড়পত্র

Cervical Cancer: জরায়ুর ক্যান্সারের জন্য সেরামের তৈরি টিকাকে সরকারি ছাড়পত্র

by Anamika Nandi

মহানগর ডেস্ক: এবার সেরাম ইনস্টিটিউটের (Serum Institute) তৈরি সার্ভিকাল ক্যান্সারের (Cervical Cancer) টিকাকে অনুমোদন দিল ডিসিজিআই। সফল ক্লিনিক্যাল ট্রায়ালের পরই বুধবার পুনের এই সংস্থাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এমনিতে ভারতে যে দুটি কোভিড টিকা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, তার একটি এই ইনস্টিটিউটেরই বানানো। সূত্র অনুযায়ী, তাদের তৈরি জরায়ু ক্যান্সারের টিকা ৯-২৬ বছর বয়সী রোগীদের মধ্যে প্রয়োগ করা যাবে। জানা গিয়েছে, টিকার নাম কোয়াড্রিভালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন, সংক্ষেপে QUHPV।

সংবাদ সংস্থা সূত্রে, এই টিকা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। পুরুষ, মহিলা সহ তৃতীয় লিঙ্গ সকলের জন্যই এই ভ্যাকসিন সুরক্ষিত। জানা গিয়েছে এই ক্যান্সারের অন্যতম কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আসলে যা যৌন সংসর্গের ফলে এক দেহ থেকে অন্য দেহে সংক্রমণ ছড়ায়। বিশেষজ্ঞদের মতে, HPV শুধু জরায়ু ক্যান্সারের কারণ নয়। লিঙ্গ, মলদ্বার, যোনি, মুখের পেছনের অংশ এমনকি গলার উপরের অংশে ক্যান্সারের কারণ হতে পারে।

আরও পড়ুন:ইডির জেরায় ক্লান্ত রাহুল,চাইলেন বিরতি

এদিকে টিকা প্রস্তুতকারী সংস্থার দাবি, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কাজে দেবে নয়া ভ্যাকসিন এবং তা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের চতুর্মুখী কার্যকারিতা রয়েছে। যেহেতু চারটি ভিন্ন ধরনের অ্যান্টিজেন রয়েছে, তাই তা চার রকম ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারবে। কেউ যদি এটি নেন তাহলে তাঁর জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। রিপোর্ট অনুযায়ী, সাধারণত ১৫-৪৪ বছর বয়সী মহিলাদের এই ক্যান্সার হয়ে থাকে। ডিসিজিএ কর্তা প্রকাশ কুমার সিং বলেছেন, গত ৮ জুন এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই এই টিকা ভারতীয় বাজারে পাওয়া যাবে।

You may also like