মহানগর ডেস্ক: মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের (Maharashtra Government) নতুন মন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বলেছেন, মহারাষ্ট্রের বর্তমান সরকার প্রশাসনিক অভিজ্ঞতা এবং সুশাসন প্রদানের একটি দুর্দান্ত মিশ্রণ। একনাথ শিণ্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ৪১ দিন পরে রাজ্য বিজেপির সভাপতি চন্দ্রকান্ত পাটিল সহ ১৮ জন বিধায়ক দক্ষিণ মুম্বইয়ের রাজভবনে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন,”আজ মহারাষ্ট্র সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া সকলকে অভিনন্দন। এই দলটি প্রশাসনিক অভিজ্ঞতা এবং সুশাসন প্রদানের একটি দুর্দান্ত মিশ্রণ। রাজ্যের জনগণের সেবা করার জন্য তাঁদের প্রতি আমার শুভেচ্ছা”। জানা গিয়েছে, যাঁরা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাঁদের মধ্যে শিবসেনা ও বিজেপির শিণ্ডে গোষ্ঠীর ৯ জন রয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ রাজভবনে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করালেন মহারাষ্ট্রের রাজ্যপাল। চন্দ্রকান্ত পাটিল সহ মন্ত্রিসভায় বিজেপির পক্ষ থেকে রয়েছেন সুধীর মুনগান্টিওয়ার, গিরিশ মহাজন, সুরেশ খাদে, রাধা কৃষ্ণ ভিখে পাটিল, রবীন্দ্র চাভান, মঙ্গল প্রভাত লোধা, বিজয়কুমার গাভিট এবং অতুল সাভে। অন্যদিকে বিদ্রোহী শিবিরের দাদা ভুসে, শম্ভুরাজে দেশাই, সন্দীপন ভুমরে, উদয় সামন্ত, তানাজি সাওয়ান্ত, আব্দুল সাত্তার, দীপক কেসরকর, গুলাবরাও পাতিল এবং সঞ্জয় রাঠোড় রয়েছেন।
এদিন বিরোধী শিবিরের যাঁরা শপথ নিয়েছেন, তাঁরা একসময় উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীনে কাজ করেছেন। এমনকি যে মন্ত্রীকে ঠাকুরের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সে আজ শিণ্ডের মন্ত্রিসভায় নাম লিখিয়েছেন। শিণ্ডে শিবের সূত্রে, আজ মন্ত্রিসভা সম্প্রসারণের প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ হবে দু-তিন সপ্তাহ বাদে। এদিন মহারাষ্ট্র সরকারের নতুন মন্ত্রীদের প্রশাসনিক অভিজ্ঞতা ও সুশাসন প্রদানের আলাদাই মিশ্রণ বলেছেন নমো।