মহানগর ডেস্ক: নিজের বিয়ে (Marriage) নিয়ে এমন মস্করা ক”জন করে জানা নেই। তবে কেউ কেউ নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতে দারুণ কিছু ঘটিয়ে থাকেন,যা দেখে চমকে যান সবাই। কিন্তু তাই বলে এমন মজা,যা দেখে বিয়ের আসরে আঁৎকে উঠতে হয় সবাইকে! হ্যাঁ,এমন এক আঁৎকে ওঠার মতো ব্যাপার নিজের বিয়েতে করেছেন এক পাত্র। তবে এখানে নয়। সেই সুদূর আমেরিকায় (America)। সেখানে বর এলেন কফিনবন্দি হয়ে (Groom Arrived in Coffin) । বরের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অপেক্ষায় পাত্রীও। অপেক্ষার মুহূর্তে গাড়ি এল বিয়ের আসরে। কিন্তু গাড়ি থেকে তো বর বেরোল না। তার বদলে গাড়ির পেছন থেকে নতুন একটি কালো রঙের কফিন ধরে ধরে নামিয়ে আনলেন বরের সঙ্গে আসা লোকজনেরা।
তারপর সেই কফিন খুলে বেরিয়ে এল বর,হাসতে হাসতেই। এমন ভয়াবহ-আজব (Macabre) বিয়ের ছবি তুলে টিকটকে পোস্ট করেছেন এক আমন্ত্রিত। যা পোস্ট হওয়ার পরেই লক্ষ লক্ষ ভিউ হয়েছে। টিকটিক থেকে সেই ভয়ঙ্কর-আজব বিয়ের ছবি অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শুরু হয় নেটিজনদের সমালোচনার ঝড়। বরের এমন বিদঘুটে আচরণে কেউ কেউ ক্ষোভ চেপে রাখতে পারেননি। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বিয়েটা হয়েছে আমেরিকায়। তবে বরের নাম জানা যায়নি। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে বিয়ের আসরে কফিনবাহিত হয়ে বর এসেছে বিয়ের আসরে। কফিনবন্দি বরকে দুজন ধরে ধরে নিয়ে আসছেন। তারপরই কফিন খুলে উদয় বরের। তবে কফিনে করে বরের আসার ভিডিও দেখানো হলেও তার কিংবা পাত্রীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। টিকটিকে অবশ্য লেখা হয়েছে এটা কী কারো অন্তেষ্ট্যির ঘটনা, না কীভাবে বিয়ের আসরে বর আসবে, তা নিয়ে বন্ধুর কীর্তি।
একজন ইউজার ব্যাপারটাকে পাগলামি ছাড়া কিছু বলতে রাজি হননি। সেইসঙ্গে বলেছেন, এটা একটা সত্যি কারের মুক্ত পৃথিবী। বিয়ের আসরে কফিন দেখে অতিথিরা অবশ্য যার পর নাই সংশয়ে পড়ে গিয়েছিলেন। ভেবেছিলেন কফিনে কোনও মৃতদেহ রয়েছে। তবে কফিন খুলে যখন বর বেরিয়ে এল,তখন সবাই তাজ্জবের একশেষ। মানুষ নিজেদের বিয়েতে নানা উদ্ভাবনী ব্যাপার করেন, এমনকী বিয়ের আগের অনুষ্ঠানেও তা দেখা যায়। তবে এমন ঘটনা বহুকাল দেখা যায়নি। যে কফিনে দেহ নিয়ে যাওয়া হয়, সেই কফিনে সেজেগুজে এল বর। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি বলেও সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এক ইউজার। তবে এ বছরের মে মাসে এক বিয়েতে গায়ে আগুন লাগিয়ে বিয়ের আসরে আসতে দেখা গিয়েছিল। গাবে জেশপ ও অ্যাম্বর মিশেল নামে টিভি ও ছবিতে কাজ করা দুজনের সেই ক্লিপ পনেরো মিলিয়ন ভিউ হয়েছিল।