Home Featured Gujarat Cable Bridge : গুজরাতে সেতু বিপর্যয়ে গ্রেফতার ৯, মেরামতকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন!

Gujarat Cable Bridge : গুজরাতে সেতু বিপর্যয়ে গ্রেফতার ৯, মেরামতকারী সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: গুজরাতে (Gujarat Cable Bridge) সেতু বিপর্যয়ে তোলপাড় গোটা দেশ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০। মারা গিয়েছে প্রচুর শিশু ও মহিলা। এখনও নিখোঁজ একশোরও বেশি মানুষ। মহাবিপর্যয়ের পর এই দুর্ঘটনার জন্য কারা কারা দায়ী, কেন এই বিপর্যয় ঘটল, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সেতু ভেঙে পড়ার ঘটনায় ইতিমধ্যেই ন জনকে গ্রেফতার করেছে পুলিশ (Nine People Arrested)। ধৃতদের মধ্যে রয়েছে মেরামতকারী সংস্থা ওয়েভারের কয়েকজন ম্যানেজার, টিকিট কালেক্টর, সেতু নির্মাণকারী ঠিকাদার এবং ভিড় নিয়ন্ত্রণকারী তিন নিরাপত্তা রক্ষী। ওয়েভার বিরুদ্ধে একাধিক নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। কেন মেরামতের চারদিন পরেই জনসাধারণের জন্য সেতুটি খুলে দেওয়া হল তা নিয়ে এখন প্রশ্নের পর প্রশ্ন।

মোরবির পুলিশ প্রধান জানিয়েছেন তারা অপরাধীদের ছাড়বে না। তবে কেন মেরামতকারী সংস্থার শীর্ষ কর্তাদের এখনও গ্রেফতার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, মোরবির পুর নিগমের সঙ্গে পনেরো বছরের চুক্তির পর মেরামতকারী সংস্থা সেতুর কারিগরি সংস্কারের ব্যাপারে একটি প্রায় অজানা সংস্থা দেবপ্রকাশ সলিউশনের লোকজনকে মেরামতির দায়িত্ব দেয়। প্রসঙ্গত, গত মার্চ মাসে শতাব্দী প্রাচীন সেতুর সংস্কারে ওরেভাকে বরাত দেওয়া হয়। তার সাতমাস পরে গুজরাতি নববর্ষে অক্টোবরের ছাব্বিশ তারিখে সেতুটি খুলে দেওয়া হয়। যদিও চুক্তি অনুযায়ী সেতুটিক কমপক্ষে আট থেকে বারো মাস রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বন্ধ রাখার কথা ছিল। এটা গুরুতর ও দায়িত্বতজ্ঞানহীন পদক্ষেপ বলে এফআইআরে জানিয়েছে পুলিশ। যদিও এফআইআরে কারো নামই উল্লেখ করা হয়নি। এফআইআরে অবশ্য লেখা হয়েছে যাদের ওপর মেরামতি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা ঠিকমতো দায়িত্ব পালন করেনি। এমনকী মেরামতির পর সেতুটির অবস্থা কেমন, তাও পরীক্ষা করে দেখেনি। তবে দুর্ঘটনা ঘটার ব্যাপারে ওই সংস্থা জানতো বলেই এফআইআরে বলা হয়েছে। জানা গিয়েছে সেতুতে ওঠার টিকিট বারো টাকা থেকে সতেরো টাকা করার পর পাঁচশোর কাছাকাছি মানুষকে বিক্রি করা হয়েছিল। যদিও সেতুর বহন ক্ষমতা একশো পঁচিশ জনের। একসঙ্গে পাঁচশোর কাছাকাছি মানুষ ওঠায় সেতুটি ভেঙে পড়ে। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে বেশ কয়েকজনকে সেতুর গা ধরে দোলা দিতে।

You may also like