মহানগর ডেস্ক: গুজরাতে (Gujarat Result) ফের ক্ষমতায় ফিরছে বিজেপি (BJP) নাকি অন্য কোনও চমক থাকবে ভোটের ফলে। ভোট প্রচারে হুঙ্কার তোলা অরবিন্দ কেজরিওয়ালের আপ (APP) কি পঞ্জাবের মতো সে রাজ্যে উল্টে দিতে পারে পাশার দান- আর কয়েক ঘণ্টা পরেই চূড়ান্ত ছবি স্পষ্ট হয়ে উঠবে মোদী-শাহের রাজ্যে। সকাল আটটা থেকে শুরু হয়েছে গুজরাতের ভোটের ফল গণনা। আর এই ফলের দিকে মুখিয়ে আছে সারা দেশ। পয়লা ডিসেম্বর প্রথম দফার ভোটে ভোট দিয়েছেন ৬০.৮ শতাংশ। পাঁচ তারিখে দ্বিতীয় দফার ভোটে ভোটদানের হার ৫৮.৭ শতাংশ। ভোটের হার কমের জন্য শহুরে ভোটারদের অনীহার দিকে আঙুল তোলা হয়েছে। প্রথম দফায় সৌরাষ্ট্র-কচ্ছের ১৯টি জেলায় ৮৯টি আসনে ভোট হয়েছে। পরের দফায় ভোট হয়েছে ১৪টি মধ্য ও উত্তর অংশের জেলায়।
এগজিট পোলে যদিও বিজেপিকে চালকের আসনে তুলে ধরা হয়েছে। ১৯৯৭ সাল থেকে এ রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবারের লড়াইয়ে শুধু কংগ্রেস নয়। কেজরিওয়ালের আপও লড়াইয়ে সামিল। তারা পঞ্জাবের মতো গুজরাত দখলেরও চ্যালেঞ্জ জানিয়েছে। আর কয়েক ঘণ্টা পরে আসল ছবিটা প্রকাশ্যে এলেই জানা যাবে গুজরাতের কুর্সিতে কারা আসছে। বিজেপি না চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আপ। ভোটের আগে গোটা রাজ্যে চষে বেরিয়েছে সব রাজনৈতিক দলই। ডিসেম্বরের এক তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা রোড শো সবার নজর কেড়ে নিয়েছে। তুলনায় এবারে ভোট প্রচারে ম্রিয়মান কংগ্রেসকে অনেকেই লড়াইয়ে আপের পর জায়গা দিয়েছে। তবে এগজিট পোলে তাদের দুনম্বর জায়গা দিয়েছে। সেখানে গেরুয়া ঝড়ে আপের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।