মহানগর ডেস্কঃ চলতি সপ্তাহের সোমবার গুজরাত বিধানসভার দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ। এই পর্যায়ের ভোট গ্রহণ মোট ৯৩ টি আসনে। উত্তর ও মধ্য গুজরাত মিলিয়ে মোট ১৪টি জেলায় ছড়িয়ে আছে এই আসন। প্রতিদ্বন্দ্বী করছেন মোট ৮৩৩ জন প্রার্থী। প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। বিকেল পাঁচটা অবধি চলবে এই ভোট গ্রহণ।
সোমবার আহমেদাবাদের বুথে গিয়ে ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারেই আহমেদাবাদে পৌঁছে যান তিনি। অন্যদিকে এদিন ভোট দেবেন গুজরাতের আরেক ভূমি পুত্র তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
সোমবার ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ আগে টুইট করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় পর্যায়ের ভোটে সবাইকে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। যুব সমাজ ও মহিলা ভোটারদেরও বুথমুখী হতে বলেছেন তিনি। এর পাশাপাশি নিজের ভোটদানের বিষয়টিও স্পষ্ট করেছিল নমো। সকাল ৯টা নাগাদ আহমেদাবাদে ভোট দেবেন। নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন তিনি। প্রসঙ্গত, রবিবার ভোটের দিন মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এবারের গুজরাতের ভোটে শতায়ু ভোটারদের তালিকায় রয়েছে প্রধানমন্ত্রীর মায়ের নাম। এদিন তিনিও ভোট দেবেন বলে পরিবারের সূত্রে জানা গিয়েছে।
সোমবারের ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের প্রতিদ্বন্দ্বিতা করছেন আহমেদাবাদের ঘাটলোডিয়া কেন্দ্র থেকে। ভিরামগম আসনে বিজেপির টিকিটে লড়ছেন পাতিদার নেতা হার্দিক প্যাটেল। অন্যদিকে গান্ধীনগর দক্ষিণ কেন্দ্রে অল্পেশ ঠাকুরকে প্রার্থী করেছে পদ্ম শিবির। কংগ্রেসের হয়ে পুরনো আসন ভদগাম থেকেই লড়ছেন জিগনেশ মভানি। এই কেন্দ্র থেকে গত নির্বাচনে বিধায়ক হয়েছিলেন তিনি।
দ্বিতীয় দফার ভোট যে জেলাগুলিতে হচ্ছে, তার মধ্যে আহমেদাবাদের আসন সংখ্যা সবচেয়ে বেশি। এই জেলায় বিধানসভা কেন্দ্র রয়েছে ২১ টি। মধ্য গুজরাতে ৮টি জেলায় আসন রয়েছে ৬১ টি। ২০১৭-য় এই আসনগুলির মধ্যে ১১ টিতে জিতেছিল বিজেপি। অন্যদিকে ২০ টি আসনে জয় পেয়েছিল কংগ্রেস। ৮ ডিসেম্বর হিমাচলপ্রদেশের সঙ্গেই গুজরাতের ভোটের ফলপ্রকাশ হবে।