মহানগর ডেস্ক : ঝলমলে, রঙিন চুল এখন সবার পছন্দ। বিজ্ঞাপনের পর্দায় যেইনা দেখেন চুল রঙ করার জিনিস। অমনি আপনি বাজারে গিয়ে সেই পণ্য কিনে এনে চুলের যত্ন করতে শুরু করেন। আবার যারা তারা পৌঁছে যান সেলুনগুলোতে। তবে বাজার থেকে কেনা বা সেলুনে ব্যবহার করা পণ্য গুলিতে বেশিরভাগ ক্ষেত্রে থাকে সালফেট এবং প্যারাবেন। যা চুলের যত্নের বদলে ক্ষতি ডেকে আনে বেশি। খুব অল্প সময়ের মধ্যে মাথার চুল সাদা হয়ে যেতে শুরু করে। এমন অবস্থায় তাহলে কী করবেন? ঘাবড়াবেন না ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে।
রঙ করার থেকে মাথায় ব্যবহার করুন হেনা বা মেহেন্দি। বিশেষজ্ঞরা বলছেন বাজার থেকে কেনা পণ্যের উপর ভরসা না করে প্রাকৃতিক উপায়ে তৈরি হেনা পাউডারের উপর ভরসা রাখুন। এতে মাথার চুলের যেমন যত্ন হবে তেমন মাথার ত্বকের যত্ন হবে।
মসৃণ করতে এবং প্রাকৃতিক উপায়ে তার রঙ ধরে রাখতে মেহেন্দির জুড়ি মেলা ভার। যদি মেহেন্দি গাছ থাকে তাহলে গাছ থেকে টাটকা পাতা তুলে তা বেটে এরকম এক থেকে দুই ঘন্টা। এতে চুল প্রাকৃতিক ভাবে রঙিন যেমন হবে তেমন খুশকির সমস্যা সমূলে বিনাশ হবে।
মেহেন্দি পাতা বাটার সঙ্গে মিশিয়ে নিতে পারেন চায়ের লিকার, আমলকির রস এবং কফি। এটি আপনার চুল মসৃণ হবে। পাকা চুল ঢেকে যাবে।
মাসে অন্তত দুবার করে হেনা করতে হবে আপনাকে। তাহলেই চুলের যেমন যত্ন হবে তেমন একেবারে স্বাভাবিক থাকবে চুলের রঙ।