মহানগর ডেস্ক: রীতিমতো দমবন্ধ করার মতো ঘটনা। যে ভিডিও দেখলে গলা শুকিয়ে আসতে পারে, ঠান্ডা হয়ে যেতে পারে গা হাত পা। যাঁরা দুর্বল মনের মানুষ, তাদের না দেখাই ভালো। দুনিয়ায় একেক জনের একেক রকম শখ। সেসব শখ যেমন কোনও কোনও সময় আজব, তেমনই কোনও শখ দেখলে প্রাণ উড়ে যাওয়ার মতো অবস্থা হয়। কেউ কেউ শখ মেটাতে গিয়ে আবার বড়সড় ঘটনা ঘটিয়ে বসেন। যা মনকে একেবারে দুমড়ে মুচড়ে দেয়। এমনই এক ভিডিও, যা দেখলে অতিবড় সাহসীরও বুক কেঁপে উঠতে বাধ্য। সেই ভিডিওয় কী এমন ভয়ঙ্কর দৃশ্য রয়েছে, যা দেখলে প্রাণ আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার জোগাড় হয়? রোমহর্ষক ভিডিওটি শেয়ার করেছে রেডিট। তাতে দেখা যাচ্ছে একজন দুটি পাহাড় চুড়োয় মধ্যে একটি দোলনা (Hammock In The Middle Of Two Hills) বেঁধে তাতে দিব্যি ঘুম লাগিয়েছেন। বেশ আয়েশ করেই চলছে ঘুম।
পাহাড় থেকে নীচে মাটির দূরত্ব অনেক। অনেক মানে অনেক। পড়লেই সাক্ষাৎ মৃত্যু। কিন্তু ওই অতিসাহসী মানুষটি কোনও পরোয়া না করে মৌজ করে দোলনায় দুলতে দুলতে ঘুম দিচ্ছেন। আর দৃশ্যটা যাতে সবাইকে দেখানো যেতে পারে, সেজন্য ক্যামেরায় ছবিও তুলেছেন। ইউরোপের স্পেনের পাইরিনিসে দুটি পাহাড়চূড়োর মধ্যে বাঁধা হয়েছে দোলনাটি। ভিডিওটি যত এগিয়েছে,ততই দেখা যাচ্ছে চারপাশে পাহাড়ের সারি। সেই পাহাড়ের উচ্চতা ও গভীরতাও বুক কাঁপিয়ে দেওয়ার মতো। ঠান্ডাটাও জমিয়ে পড়েছে। পাহাড়ের নীচে বরফও জমেছে। একদিন আগে চোদ্দ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করা হয়েছে। সঙ্গেসঙ্গে লাইকস পেয়েছে আট হাজারের কাছাকাছি। হুহু করে বাড়ছে লাইকস। বহু নেটিজেন এমন ভিডিও দেখে বমকে গিয়েছেন। কেউ যে এমন করে দোলনায় ঘুমোতে পারে, তা কল্পনার অতীত। কিন্তু সেই অসম্ভব কাণ্ডটি ঘটিয়েছেন স্পেনের ওই নাগরিক। ত্রাস ধরানো ভিডিওটি দেখে নেটিজেনদের কমেন্ট হুহু করে জমছে। কেউ কেউ আংটা ছিঁড়ে পাহাড় থেকে মাটিতে পড়়লে কী দশা হবে, তা ভেবে আকুল।