Home Featured Hate Crime Continues : হিন্দুফোবিয়া? ক্যালিফোর্নিয়ায় ফের ঘৃণা-বিদ্বেষের বাড়বাড়ন্ত, শাড়ি,গয়না পরা ভারতীয় মহিলাদের মেরে ভেঙে দেওয়া হল হাত

Hate Crime Continues : হিন্দুফোবিয়া? ক্যালিফোর্নিয়ায় ফের ঘৃণা-বিদ্বেষের বাড়বাড়ন্ত, শাড়ি,গয়না পরা ভারতীয় মহিলাদের মেরে ভেঙে দেওয়া হল হাত

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দেশ ছাড়িয়ে বিদেশে ক্রমেই বাড়ছে ঘৃণা-বিদ্বেষের ঘটনা (Hate Crime Continues)। কানাডা, ব্রিটেনের লিচেস্টারের পর এবার মার্কিন মুলুকের (US) ক্যালিফোর্নিয়ায় শাড়ি পরা ভারতীয় বংশোদ্ভূত হিন্দু মহিলাদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটল। গত জুন মাস থেকেই ক্যালিফোর্নিয়ায় এই ধরণের অপরাধের ঘটনা বারবার ঘটে চলেছে। সাম্প্রতিকতম ঘটনাটি ঘটল আমেরিকার ক্যালিফোর্নিয়ায় (California)। এখানে চিরাচরিত শাড়ি,গয়না পরা ভারতীয় বংশোদ্ভূত চোদ্দ জন মহিলার ওপর হামলা চালিয়ে কয়েকজনের হাত ভেঙে দেয় ইস্ট পালো অলটোর বাসিন্দা লাথান জনসন নামে সাঁইত্রিশ বছরের এক ব্যক্তি। জনসনের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। এবারের অভিযোগ হামলাকারী জনসন মহিলাদের ওপর হামলা চালিয়ে তাঁদের কাছ থেকে সোনার গয়না ছিনিয়ে নেয়। একইসঙ্গে তাঁদের স্বামী-সন্তানদের ওপর হামলা চালায় ওই দুষ্কৃতী।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেফ রোসেন জানিয়েছে, একজন সম্পত্তি চোরের থেকেও জঘন্যতম ওই অপরাধী। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গয়না চুরি করে মারধর করে মাটিতে ফেলে দেয়। তাঁদের স্বামীদের বেধড়ক পেটায়। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সমীর কারলা জানিয়েছেন ওই মহিলাদের অপরাধ তাঁরা শাড়ি পরেছিল। কপালে বিন্দির টিপ দিয়েছিল। তাঁরা ঘনঘন মন্দিরে যান। হিন্দুদের ধর্মস্থানে প্রায়ই গিয়ে থাকেন। হিন্দু পরম্পরা অনুযায়ী সোনার গয়না উৎসবের অঙ্গ এবং অনেকের কাছে পবিত্রও। তিনি জানিয়েছেন যেহেতু হিন্দুদের বড় উৎসব আসছে, তাই এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। এই ধরণের ঘটনা বেড়ে চলায় এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তিনি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির প্রশংসা করেছেন এবং এশিয়ান আমেরিকানদের ওপর ক্রমবর্ধমান ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। আদালতের বাইরে কালরা জানান তাঁরা ঘৃণাবিদ্বেষের লাগাতার শিকার হচ্ছেন এবং অনলাইনে হিন্দুফোবিয়া নিয়ে প্রচার চলছে। যারা এ ধরণের অপরাধে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কড়া বার্তা দেওয়ার চেষ্টা করে চলেছেন।

ভারতীয় সম্প্রদায়ভুক্তরা ক্যালিফোর্নিয়া যে ঘৃণা বিদ্বেষের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে, সে ব্যাপারে অনলাইনে মেসেজ পাঠিয়ে চলেছেন। শঙ্কর কেনকারে অনলাইনে তাঁর মায়ের ঘটনা পোস্ট করেছেন যেখানে তাঁর মা কয়েক সপ্তাহ আগে ফস্টার সিটিতে পরে যাওয়ার সময় হেনস্থার শিকার হন। তাঁর অনলাইন পোস্টের পর বন্যার মতো কমেন্ট আছড়ে পড়ে, বহু ভারতীয়ই জানান তাঁরা কিংবা তাঁদের প্রিয়জন একই ধরণের ঘটনার মুখোমুখি হয়েছেন। তবে তাঁর মা শারীরিকভাবে আঘাত না পাওয়ায় স্বস্তির শ্বাস ফেলেছেন কেনকারে। তবে অন্য ভারতীয়দের তাঁদের পরিবারের বয়স্কদের ব্যাপারে সতর্ক করেছেন। ডিএ রোসেন জানিয়েছে তারা জনসনের ছবি অনলাইনে পোস্ট করছেন কারণ ফের এ ধরণের ঘটনা ঘটতে পারে। যাঁরা তার সম্পর্কে জানেন, তাঁদের এগিয়ে আসতে বলেছেন। জনসন এখনও জেলে বন্দি। অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ তেষট্টি বছরের জেল হতে পারে। নভেম্বরের চার তারিখে তাকে আদালতে পেশ করার কথা।

You may also like