মহানগর ডেস্ক: সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। তারপরেই অধিবেশনের দ্বিতীয় দিন থেকে সংসদ চত্বরের বাইরে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভ-প্রদর্শন করছে কংগ্রেস শিবির। বুধবার মূল্য বৃদ্ধি ও জিএসটি নিয়ে ধরনায় বসেছে হাত শিবিরের নেতৃত্বরা। প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সরকারের মন্ত্রী তথা আমেঠির সাংসদ স্মৃতি ইরানি (Smriti Irani) বলেন, রাহুল গান্ধী নিজে রাজনৈতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত সংসদকে শুধু অপমান করে গিয়েছেন। অধিবেশন যাতে ঠিকমত চলতে না পারে এখন তিনি সেই চেষ্টাই করে চলেছেন।
পরপর দু’দিন অধিবেশন মুলতবি হওয়ার জন্য রাহুল গান্ধীকে এক হাত নিয়েছেন স্মৃতি ইরানি। তাঁর কথায়, কংগ্রেস নেতা নিজে অকাজের হতে পারেন। কিন্তু কেন সংসদের কাজে তিনি বাধা দিচ্ছেন, তা বোঝা যাচ্ছে না। এদিন লোকসভায় সনিয়া পুত্রের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, ২০০৪ থেকে ২০১৯ নিজের সংসদীয় এলাকা আমেঠি নিয়ে একটিও প্রশ্ন করেননি, রাহুল গান্ধী।
সেইসঙ্গে তিনি বলেছেন, ২০১৯-এর শীতকালীন অধিবেশনে ওয়ানাড়ের সাংসদ রাহুলের উপস্থিতি ছিল ৪০ শতাংশ। এমনকি এখনো তিনি কোনও প্রাইভেট মেম্বার বিল পেশ করেননি। সেই সঙ্গে তাঁর ঘন ঘন বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন স্মৃতি ইরানি। বুধবার রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেছেন, সংসদের কাজে বাধা দেওয়া একদমই ঠিক হয়নি কংগ্রেস নেতার।