মহানগর ডেস্ক: তখন স্কুল চলছিল পুরোদমে। ক্লাসে ক্লাসে পড়ায় ব্যস্ত পড়ুয়ারা। শিক্ষকরা তাদের পড়াচ্ছেন। আর ঠিক সেইসময়েই স্কুলে আসতে দেখা গেল প্রধান শিক্ষককে (Head Master With Machete)। কিন্তু প্রধান শিক্ষকের হাতে ওটা কি! তাঁর হাতে শোভা পাচ্ছে ম্যাচেট, যা দেখে স্কুলশুদ্ধ সবার চোখ কপালে ওঠার জোগাড়। তাঁকে ম্যাচেট হাতে দেখে অনেকেই ভয়ে কাঁপতে থাকে (Created Panic In School)। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত অসমের শিলচরের তারাপুরে। ওই এলাকার রাধামাধব বুনিয়াদী স্কুলের অভিযুক্ত প্রধানশিক্ষক ধৃতিমেধা দাস ওখানেই থাকেন। তাঁর ম্যাচেট হাতে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে যায়।
ওই এলাকায় গত এগারো বছর ধরে শিক্ষক হিসেবে রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। শনিবার ফোন পেয়ে পুলিশ সেখানে গিয়ে ম্যাচেট হাতে প্রধান শিক্ষকের খোঁজ করে। তারপর তাঁকে ম্যাচেট হাতে দেখতে পায়। এই ঘটনায় রাজ্যের শিক্ষা দফতর তাঁকে স্কুলে আসার ওপর নিয়ন্ত্রণ জারি করেছে। ধৃত প্রধানশিক্ষক অবশ্য জানিয়েছেন তিনি সহশিক্ষকদের অনিয়মে তিনি অত্যন্ত হতাশ এবং ক্রুদ্ধ হয়ে রয়েছেন। তাঁদের ম্যাচেট দেখিয়ে সতর্ক করতে গিয়েছেন। কিন্তু কাজটা যে ভালো হয়নি কারণ শিক্ষা দফতর তাঁর এই কাজের জন্য সাসপেন্ড করেছে। তবে সাসপেন্ড করা হলেও প্রধানশিক্ষককে আটক করেনি পুলিশ। স্কুল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এই খবর পাওয়া পর্যন্ত কোনও অভিযাগ করেনি। এরকম ঘটনা স্কুলে ঘটেনি বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। যদিও ওই ঘটনায় স্কুলের পড়ুয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্কুলের প্রধান শিক্ষককে ম্যাচেট হাতে দেখে আতঙ্ক কমেনি তাদের মধ্যে।