Home Featured Health Tips: মাঝেমধ্যেই চুলে কালার করছেন? জানেন বাড়ছে স্তন ক্যান্সারের প্রবণতা!

Health Tips: মাঝেমধ্যেই চুলে কালার করছেন? জানেন বাড়ছে স্তন ক্যান্সারের প্রবণতা!

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: বর্তমানে নিজেদের সুন্দর করে সাজাতে আমরা প্রত্যেকেই পার্লারে গিয়ে থাকি। তা নাহলে বাড়িতেই নানা রকমের উপকরণ দিয়ে নিজেদের ত্বক (Skin) ও চুলের (Hair) পরিচর্যা করি। কিন্তু নামি-দামি কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করি, সেগুলোর মধ্যে কোথাও গিয়ে এক বা একাধিক ক্ষতিকারক উপাদান থাকে। যেগুলি কোথাও গিয়ে তৎক্ষণাৎ না হলেও, পরবর্তীকালে ডেকে আনতে পারে শরীরের বড় ক্ষতি। তার মধ্যে অন্যতম হল চুলে রং করা। লন্ডনের একদল বিজ্ঞানী দাবি করছেন, চুলে অতিরিক্ত কালার করার প্রবণতা নারীদের শরীরে বাড়িয়ে তুলতে পারে ক্যান্সারের ঝুঁকি ( Health Tips )।

লন্ডনের একদল বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, যেসব নারীরা প্রতিনিয়ত চুলে কালার করে থাকেন, তাদের মধ্যেই স্তন ক্যান্সারের প্রবণতা প্রায় ১৪ শতাংশ বেশি। তবে এমনও কোনও কথা নেই, যারা চুলে কালার ব্যবহার করেন না, তাঁদের স্তন ক্যান্সার হবে না। বিষয়টি হল যারা চুলে প্রতিনিয়ত কালার করে থাকেন, তাঁদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

তাই ক্যান্সারের ঝুঁকি এড়িয়ে চলতে বিজ্ঞানীরা প্রাকৃতিক কালার ব্যবহারের ওপর জোর দিচ্ছেন। তাঁদের দাবি, প্রাকৃতিক উপায় তৈরি হেনা, বিট অথবা নানারকম প্রাকৃতিক উপাদান দিয়ে চুলে কালার করলে, বিষয়টি সম্পূর্ণ ন্যাচারাল এবং কোনও রকম কেমিক্যাল না থাকায় তার শরীরের জন্য কোন ক্ষতিকারক প্রভাব বয়ে আনবে না।

বিজ্ঞানীরা দাবি করছেন, একান্তই যদি চুলে রং করা ছাড়া কোনও উপায় না থাকে, সেক্ষেত্রে ২ থেকে ৫ বারের বেশি যেন চুলে রঙ না করা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

You may also like