Home Health মেফটাল পেনকিলার নিয়ে হুঁশিয়ারি জারি, কীভাবে সতর্ক হবেন

মেফটাল পেনকিলার নিয়ে হুঁশিয়ারি জারি, কীভাবে সতর্ক হবেন

by Mahanagar Desk
13 views

মহানগর ডেস্ক: মেয়েদের মাসিক চলাকালীন খিঁচুনির মতো শারীরিক সমস্যা ও রিউমাটোইড আর্থারাইটিস নিরাময়ে ব্যবহৃত মেফটাল পেনকিলারের ব্যবহারে বিরূপ প্রতিক্রিয়াব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রোগিনীদের সতর্ক থাকার পরামর্শ দিল দ্য ইন্ডিয়ান ফার্মাকোপোয়েসিয়া কমিশন। মেফেনামিক অ্যাসিড পেনকিলার রিউমাটোইড আর্থারাইটিস, অস্টেওআর্থারাইটিস,ডাইসমেনোরোয়া, প্রদাহ, জ্বর ও দাঁতের যন্ত্রণায় ব্যবহার করা হয়ে থাকে। সতর্কবার্তায় কমিশন জানিয়েছে প্রাথমিক বিশ্লেষণে জানা গিয়েছে ওষুধ প্রয়োগে এওসিনোফিলিয়া ও সিস্টেমেটিক সিম্পটমস সিনড্রোমের প্রতিক্রিয়া মিলেছে।

চিকিৎসক, রোগিনী ও গ্রাহকদের খুব কাছ থেকে ওষুধের সম্ভাব্য প্রতিক্রিয়ার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে কমিশন। রোগী বা রোগিনীরা যদি এ ধরণের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন,তাহলে বিষয়টি ভালোভাবে নজরদারি করতে হবে। নভেম্বরের তিরিশ তারিখে জারি করা নোটিসে এই সতর্কবাণী দেওয়া হয়েছে। এ ধরণের বিরূপ প্রতিক্রিয়া যখন দেখা দেবে,তখন বিষয়টি ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার অব দি পিভিপিআইকে রিপোর্ট করারও পরামর্শ দেওয়া হয়েছে। www.ipc.gov.in ওয়েবসাইট থেকে ফর্মে বিষয়টি জানিয়ে পোস্ট করা যেতে পারে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপ ADR PvPI –এ লগ করে জানানো যেতে পারে। হেলপলাইন নম্বর ১৮০০-১৮০-৩০২৪-য়ের সাহায্য মিলতে পারে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved