Home Featured Weather Update: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

Weather Update: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস

by Anamika Nandi

মহানগর ডেস্ক: দক্ষিণবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর এবার সোমবারও দিনভর বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে, গতকালের তুলনায় আজ সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও দু-এক পসলা ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে কলকাতায়। রোদের দেখা সেরকম মিলবে না। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নিম্নমুখী তিলোত্তমার। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমে হয় ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের পর থেকে উত্তরে বাড়তে চলেছে বৃষ্টি।

অবশেষে শ্রাবণের প্রথম সপ্তাহ পার হতেই বৃষ্টিতে ভিজছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। হাওয়া অফিস সূত্রে, চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টি বাড়বে। মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমবে। ফের বৃহস্পতিবার তা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, অক্ষরেখার অবস্থানের সুবাদে এই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে যদিওবা এই বৃষ্টিতে জুলাইয়ের ঘাটতি মিটবে না।

আবহবিদদের কথায়, ১ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে সেই সময়ে বৃষ্টি ঘাটতির পরিমাণ ছিল ৪৫ শতাংশ। সেদিক থেকে আজকে হাওয়া বদল হলেও, সেই ঘাটতি মেটা অসম্ভব।

You may also like