Home Entertainment Hero Alam : ঢালিউড আর নয়, হিরো আলমের স্বপ্ন বলিউডে কাজ করার, নায়িকা হিসেবে কাকে চান জানেন?

Hero Alam : ঢালিউড আর নয়, হিরো আলমের স্বপ্ন বলিউডে কাজ করার, নায়িকা হিসেবে কাকে চান জানেন?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : হিরো আলম তিনি সমালোচনাতেও যেমন থাকেন তেমন আলোচনাতেও থাকেন। ইউটিউবের বেসুর গান কিম্বা রবীন্দ্র-নজরুল এক করে দেওয়া এসব কাজকর্মের জন্য মাঝেমধ্যেই দুই বাংলার সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। তবে তার হাত ধরেই কিন্তু বগুড়ার জনপ্রিয়তা বেশি আসে ইউটিউবে। ওপার বাংলায় যেমন অনুগামী রয়েছেন তেমনি এপার বাংলাতেও রয়েছেন। সম্প্রতি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে এক অনুষ্ঠানে এসেছিলেন হিরো আলম। সঙ্গে হাজির ছিলেন তার বান্ধবী রিয়া মনি। অনুষ্ঠানিক বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন তারা।

সামশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। তবে নিজে বোধহয় কোনদিন ভাবতে পারেননি এত সমালোচনার শিকার হয়েও এপার বাংলায় শো করতে আসতে পারবেন তিনি। তার মাঝেই ফের এমন এক কথা বলে বসলেন যে কারণে শিরোনামে উঠে এসেছেন তিনি। এখানে এসে তিনি বলেন বলিউডে তার কাজ করার ভীষণ ইচ্ছে। তিনি চান তার পছন্দের নায়িকাকে পাশে পেয়ে কাজ করতে। আলমের কথা অনুযায়ী,’ দীপিকাকে আমার খুব ভালো লাগে তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই এটা আমার স্বপ্ন’।

অনুষ্ঠানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার তারকা হিরো আলমকে দেখতে গ্রাম থেকে গ্রামের মানুষ ভিড় জমিয়েছিলেন স্কুলের মাঠে। শুধু তাই নয় তার সঙ্গে সেলফি তোলার জন্য ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।

You may also like