Home Featured Kunal Ghosh: ‘ও একটা চোর, তোলাবাজ, মেরুদণ্ডহীন’, শুভেন্দুকে নিশানা কুণালের

Kunal Ghosh: ‘ও একটা চোর, তোলাবাজ, মেরুদণ্ডহীন’, শুভেন্দুকে নিশানা কুণালের

by Anamika Nandi
Kunal Ghosh: 'ও একটা চোর, তোলাবাজ, মেরুদণ্ডহীন', শুভেন্দুকে নিশানা কুণালের

মহানগর ডেস্ক: এসএসসি দুর্নীতির আঁচ পৌঁছেছে রাজধানীতে। রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বিক্ষোভে তেমন সাড়া পায়নি বিজেপি। তাই দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে নালিশ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগ করেছেন, দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় একা জড়িত নয়। তাঁর সঙ্গে জড়িত বহু শীর্ষ স্তরের নেতা-নেত্রীরা। পরবর্তীতে বিরোধী দলনেতাকে পাল্টা আক্রমণ করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ১০০ জন নেতার একটি তালিকা দিয়ে এসেছেন শুভেন্দুবাবু। বৈঠক শেষে তিনি বলেছেন, ‘বাংলার এই নিয়োগ দুর্নীতি স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি। হিসাব বলছে, এতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তবে শুধু একা পার্থ জড়িত নন এর সঙ্গে’।

প্রসঙ্গে বিরোধী দলনেতাকে এক হাত নিয়েছেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর দিকে তোপ দেগে তিনি বলেন, “বিরোধী দলনেতার মুখে দুর্নীতির কথা মানায় না। তাঁর নিজেরই নাম সারদা মামলায় জড়িয়ে রয়েছে। আগে তাঁর উচিত তদন্তে স্বচ্ছতার খাতিরে আত্মসমর্পণ করা”। তৃণমূলের রাজ্য সম্পাদক দাবি করেছেন, “এজেন্সি থেকে বাঁচতে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ও একটা চোর, তোলাবাজ, মেরুদণ্ডহীন। ওঁর কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না”।

মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘পার্থবাবুর কাছে হয়তো ৩০০ থেকে ৪০০ কোটি টাকা রয়েছে। বাকি টাকা সরাসরি পৌঁছেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের কাছে’। এদিকে বিজেপি সূত্রে, শাহর কাছে নালিশ করতে গিয়ে যদিও নিজেই অস্বস্তিতে পড়েছিলেন দলনেতা। সূত্র অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে জানিয়েছেন রাজ্যে গিয়ে সম্মিলিতভাবে এই নিয়ে আন্দোলন করতে হবে। নিয়োগ দুর্নীতি ইস্যুতে আন্দোলন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যা কাজে করে দেখাতে পারছে না বঙ্গ বিজেপি। দলের মধ্যে কোন্দল তিনি কোনও মতেই সহ্য করবেন না।

You may also like