Home Featured Hijab Ban Verdict : হিজাব নিয়ে আজ রায় সুপ্রিম কোর্টের, থমথমে কর্ণাটক!

Hijab Ban Verdict : হিজাব নিয়ে আজ রায় সুপ্রিম কোর্টের, থমথমে কর্ণাটক!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বহু প্রতীক্ষিত কর্ণাটকে (Karnataka) হিজাব নিষিদ্ধ ( Hijab Ban Verdict) নিয়ে রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওই রাজ্যের স্কুল-কলেজে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে বিজেপি সরকারের নির্দেশকে চ্যালেঞ্জ (Order Challenged By Petitioners) করার ব্যাপারে আজ রায় দেওয়ার কথা শীর্ষ আদালত। গত মাসের বাইশ তারিখে দশদিন টানা শুনানির পর বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়াকে নিয়ে গড়া বেঞ্চ কর্ণাটক হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রায়দান স্থগিত রাখে। এদিন বহু প্রতীক্ষিত মামলার শুনানি শুরু হতে চলেছে সকাল সাড়ে দশটায়।

আগামী রবিবার অবসর নিচ্ছেন বিচারপতি হেমন্ত গুপ্ত। তার আগে কর্ণাটক হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালত কী রায় দেয়, সেদিকে নজর রয়েছে সবার। শীর্ষ আদালতে শুনানি চলাকালীন আবেদনকারীদের তরফে আইনজীবীরা জানান, ক্লাসরুমে হিজাব পরা নিষিদ্ধ করা হলে মুসলিম ছাত্রীদের পড়াশোনায় বড় রকমের ব্যাঘাত ঘটবে। এমনকী তারা ক্লাস করাও বন্ধ করে দিতে পারে। আদালতে আইনজীবীরা এ বছরের পাঁচই ফেব্রুয়ারি স্কুল-কলেজে হিজাব পরা নিষিদ্ধ করা নিয়ে কর্ণাটক সরকারের নির্দেশ-সহ একাধিক বিষয় তুলে ধরেছিলেন। কর্ণাটক সরকারের যুক্তি, হিজাব পরে স্কুল-কলেজে এলে সমতা, সংহতি ও শৃঙ্খলার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে। সওয়াল করার সময় আবেদনকারীদের তরফে আইনজীবীরা হিন্দু মেয়েদের ঘুঙুর ও বিন্দি পরা এবং শিখেদের পাগড়ি পরার বিষয়টি তুলে ধরেন।

কয়েকজন আইনজীবী পাঁচ বিচারপতিকে নিয়ে গড়া সাংবিধানিক বেঞ্চে মামলাটি পাঠানোর আর্জি জানান। কর্ণাটক সরকারের তরফে আইনজীবীরা জানান সরকারের নির্দেশ, যা বিতর্ক তৈরি করেছে, তা ধর্মের দিক থেকে নিরপেক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাপ পরার স্বপক্ষে বিক্ষোভ, যা কয়েকজন করছে, তা কোনওভাবেই স্বতঃস্ফূর্ত নয়। সরকার যদি এ কাজ ঠিকমতো না করে তাহলে তা সাংবিধানিক কর্তব্যে গাফিলতির দায়ে দোষী হবে। মার্চের পনেরো তারিখে কর্ণাটক হাইকোর্ট সরকারি প্রি-ইউনিভার্সিটি গার্লস কলেজের মুসলিম ছাত্রীদের আবেদন খারিজ করে দেয়। হাইকোর্ট জানায় ক্লাসরুমে হিজাব পরে থাকা ইসলাম ধর্মের কোনও আবশ্যক ধর্মাচরণ নয়। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম ছাত্রীরা।

You may also like