Home Sport Hijab Protest : হিজাব প্রতিবাদের আঁচ, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার আগে জাতীয় সঙ্গীতে সুর মেলালেন না ইরানের ফুটবলাররা!

Hijab Protest : হিজাব প্রতিবাদের আঁচ, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার আগে জাতীয় সঙ্গীতে সুর মেলালেন না ইরানের ফুটবলাররা!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: দেশ জ্বলছে হিজাব প্রতিবাদের (Hijab Protest) আগুনে। হিজাব না পরায় নীতিপুলিশের হেফজাতে বাইশ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকেই প্রতিবাদ বিক্ষোভে (Iran Is Under Fire) জ্বলতে শুরু করেছে ইরান। এবার সেই আগুনের আঁচ এসে পড়ল বিশ্বকাপ ফুটবলেও। দেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে কাতারে পা রেখেছেন ইরানের ফুটবলাররা। তবে সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে হিজাব প্রতিবাদ জারি রাখলেন তাঁরা। খেলা শুরুর আগে দেশের জাতীয় সঙ্গীতের সুরে সুর মেলালেন না ফুটবলাররা। দলের অধিনায়ক আলি রেজা জাহানবাক্স জানান, দলের সবাই মিলে হিজাব প্রতিবাদ আন্দোলনের সমর্থনে খেলার আগে দেশের জাতীয় সঙ্গীতের সুরে সুর না মেলানোর সিদ্ধান্ত নেন।

গতকাল দোহায় খলিফা স্টেডিয়ামে মাইকে ইরানের জাতীয় সঙ্গীত বাজার সময় তাঁদের সবাইকে বিষন্ন মুখে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হিজাব কাণ্ডের প্রতিবাদে গত দুমাস ধরেই অগ্নিগর্ভ ইরান। হিজাব না পরায় সে দেশের মরালিটি পুলিশের হেফাজতে বাইশ বছরের তরুণী মাশা ইরানির মৃত্যুর পর থেকেই ইসলামি রাষ্ট্রে শুরু হয় প্রতিবাদে ঝড়। প্রতিবাদ নেমে আসে রাস্তায়। প্রতিবাদী মহিলারা চুল কেটে হিজাব পুড়িয়ে মাশার মৃত্যুর প্রতিবাদ জানান। প্রতিবাদে সামিল হন সেদেশের পুরুষেরা। যোগ দেয় স্কুলের পড়ুয়ারা। ইরান পুলিশের গুলিতে মারা যান চারশোরও কাছাকাছি প্রতিবাদী। জেলবন্দি হন অসংখ্য মানুষ। প্রতিবাদ জানাতে মৌলবীদের পাগড়িও খুলে নেয় বিক্ষোভকারীরা। দুদিন আগে আগুন ধরিয়ে দেওয়া হয় সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খোমেইনির বাড়িতে।

You may also like