মহানগর ডেস্ক: কপালে টিপ না পরায় মহিলা সাংবাদিকের সঙ্গে কথা বললেন না মহারাষ্ট্রের এক হিন্দুত্ববাদী নেতা (Hindu Activist)। ওই মহিলা সাংবাদিককে (Refused To Talk Woman Journalist) ফিরিয়ে দিয়ে জানান, একজন মহিলা ভারত মাতার মতো। ভারতমাতা বিধবা ছিলেন না। কপালে টিপ না পরে বিধবার মতো তাঁকে দেখতে চান না তিনি। শম্ভাজি ভিন্দে নামে ওই হিন্দুত্ববাদী নেতা দক্ষিণ মুম্বইয়ে রাজ্য সচিবালয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করে আসার পর এক বৈদ্যুতিন চ্যানেলের মহিলা সাংবাদিক তাঁর সঙ্গে কথা বলতে চান। সেসময়ই ওই হিন্দুত্ববাদী নেতা ওই মন্তব্য করেন।
গোটা ঘটনাটি ভিডিওয় তোলা হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে ভিন্দেকে নোটিস জারি করেছেন মহারাষ্ট্রের রাজ্য উইমেনস” কমিশনের চেয়ারম্যান রূপালি চাকানকার। তবে এর আগে ২০১৮ সালে তাঁর বাগান থেকে আম পেড়ে ছেলেকে আশীর্বাদ করায় ভিন্দে তাদের কটু মন্তব্য করে বিতর্কে জড়ান। উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যে হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে বহুদিন ধরেই নানা বিতর্কিত ও উত্তেজক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এর আগে হিন্দু সংগঠনের সভা থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে একাধিক বার। গুজরাতে বিলকিস বানো গণধর্ষণে মেয়াদ শেষের আগেই মুক্তি পাওয়া এক আসামীকে বলতে শোনা গিয়েছে হিন্দুরা ধর্ষণ করে না। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বেশি সরব হিন্দুত্ববাদী নেতা-কর্মীরা। যদিও তাঁদের সেভাবে মহিলাদের নিয়ে কটু মন্তব্য করতে শোনা যায়নি। সব মিলিয়ে দেশে বিজেপি শাসনে হিন্দুত্ববাদীরা বেশিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছেন।