মহানগর ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংসের তিরিশ বছর পূর্তিতে কৃষ্ণ জন্মভূমির কাছে মথুরায় শাহী মসজিদের ইদগাহে হনুমান চালিশা (Hanuman Chalisha) পাঠ করলেন অখিল ভারত হিন্দুসভার (Hindu Mahasabha) সদস্যরা। যদিও মথুরা পুলিশ জানিয়েছে নতুন কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা নিয়ে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসন শাহী মসজিদ ইদগাহ সংলগ্ন কৃষ্ণ জন্মভূমির কাছে ট্রাফিকে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। শুধু স্কুল গাড়ি, অ্যাম্বুলেন্স যাতায়াত করার অনুমতি দিয়েছে প্রশাসন। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে জমায়েতে ১৪৪ ধারার অধীনে নিয়ন্ত্রণ জারি করেছে।
অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় কোষাধ্যক্ষ দীনেশ কৌশিক জানান, তাঁরা তাঁদের পরিকল্পনামতো অনুষ্ঠান করবেন। যদি প্রশাসন অনুমতি না দেয়,তাহলেও তাঁরা হনুমান চালিশা পাঠ করার কাজ চালিয়ে যাবেন। গত বছরও তারা একই ঘোষণা করলেও প্রশাসনের বাধায় তা হয়ে ওঠেনি। হিন্দু মহাসভা এই এলাকাকে শ্রীকৃষ্ণের প্রকৃতি জন্মভূমি বলে দাবি করে আসছে। দিনটিকে সনাতম সমর্পণ দিবস বলে আখ্যা দিয়েছে। মথুরা পুলিশের প্রধান শৈলেশ পাণ্ডে জানিয়েছেন, এ নিয়ে কোনও অনুমতি চাওয়া হয়নি। ডিসেম্বরের ৬ তারিখে হনুমান চালিশা পাঠ করা-সহ কোনও ধরণের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। এ ধরণের কোনও অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। যাঁরা নিষেধাজ্ঞা লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মন্দির ও মসজিদে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।