Home Entertainment Hiran-Dev : সাংসদ-বিধায়করা কি কোনও বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? দেবকে খোঁচা দিয়ে টুইট হিরণের

Hiran-Dev : সাংসদ-বিধায়করা কি কোনও বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? দেবকে খোঁচা দিয়ে টুইট হিরণের

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : এবার সরাসরি নাম না করে টুইটারে অভিনেতা- তৃণমূল সাংসদ দেবকে খোঁচা মারলেন বিজেপি বিধায়ক হিরণ। সাংসদ বিধায়করা কি কোনও বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? এমন প্রশ্নই ছুড়ে দিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক।

খড়্গপুরের বিজেপি বিধায়ক একটি টুইট করেছেন শুক্রবারে। যেখানে তিনি লিখেছেন,’ কোন সাংসদ বা বিধায়ক কি বিজ্ঞাপনে অংশ নিতে পারেন? এ বিষয়ে কোন আইন বা নীতি জানা নেই আমার। যদি কেউ এ সম্পর্কে জানেন তাহলে একটু জানাবেন’। বলা বাহুল্য দুই নায়কের মধ্যে যে বাকযুদ্ধ চলছে তা হিরনের এই টুইট দেখেই বোঝা যাচ্ছে। বা বলা ভালো এই টুইট যেন বিতর্ক আরও কিছুটা উসকে দিল। অন্তত তেমনটাই মনে করছেন দুঁদে রাজনীতিবিদরা।

দিন কয়েক আগে ঘাটালে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হিরণ। সেখানে গিয়ে নাম না করে দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি। ঘাটালের প্লাবন পরিস্থিতির কথা তুলে ধরে কটাক্ষ করেন দেবকে। বলেন,’ ৭৫ বছর ধরে ঘাটাল জলের তলায় ডুবে রয়েছে। সমস্ত রাজনৈতিক নেতা ভোট চান। কিন্তু ভোট হওয়ার পর কলকাতার ফ্ল্যাটে থাকেন। মালদ্বীপে বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়ান। আট বছর ধরে ঘাটালে দেখতে পাওয়া যায় না। একটার পর একটা সিনেমা করেন। সিনেমার নায়িকাদের সঙ্গে গান করেন। নাচ করেন আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকেন’।

হিরনের এই মন্তব্যে পাল্টা আক্রমণে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন দেব। বরং বিজেপি বিধায়ককে স্মরণ করিয়ে দিয়েছিলেন বাংলা ছবিতে একসঙ্গে শুটিং এর কথা। হিরণ যাওয়ার পরপরই ঘাটালে উপস্থিত হয়েছিলেন দেব। সেখানে গিয়ে বন্ধু তথা সহকর্মীর কটাক্ষের জবাব দেন তিনি। সাবলীল ভাষায় দেব বলেছেন,’ আমার নিজের বন্ধু, যার সঙ্গে আমি খেয়েছি, শুটিং করেছি দিনের পর দিন স্বপ্ন দেখেছি যে বাংলা ছবিকে কী ভাবে এগিয়ে নিয়ে যাব, সেই মানুষটাকে নিয়ে আমি কী বলি বলুন তো?’

তবে দলীয় কর্মীদের কাছে দেবের বার্তা,’ আমার কাছে রাজনীতি মানে মানুষকে শান্তিতে রাখা। হিরণ খুব ভালো বন্ধু। কর্মীদের বলব এটা কিছুই হয়নি। একটা বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করেছে আমি তার উত্তর দিচ্ছি’।

You may also like