Home Latest News HIV Positive : অন্তঃসত্ত্বা এইচআইভি পজিটিভ জেনে শরীর ছুঁতে রাজি হলেন না চিকিৎসকরা, মৃত সন্তান প্রসব !

HIV Positive : অন্তঃসত্ত্বা এইচআইভি পজিটিভ জেনে শরীর ছুঁতে রাজি হলেন না চিকিৎসকরা, মৃত সন্তান প্রসব !

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: ফের অমানবিক ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। এবার চিকিৎসকরা এক এইচআইভি পজিটিভ (HIV Positive) অন্তঃসত্ত্বা মহিলাকে ছুঁতে না চাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে রইল আসন্নপ্রসবা, যার জেরে মৃত্যু হল গর্ভের সন্তানের। এমনই অভিযোগ করেছেন ওই অন্তঃসত্ত্বা তরুণীর পরিবারের বাবা-মা। ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের একটি হাসপাতালে। হাসপাতালের প্রধানকে বারবার অনুরোধ করায় তাঁর হস্তক্ষেপে শেষপর্যন্ত ওই মহিলার প্রসব করান চিকিৎসকরা। মহিলা একটি মৃত সন্তানের জন্ম দেন। সোমবার বিকেলে কুড়ি বছরের ওই তরুণীকে মেডিকেল হাসপাতাল-কলেজে নিয়ে আসেন তাঁর বাবা মা। তাঁরা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে যান। তারা জানায় এটি অত্যন্ত জটিল বিষয়। কুড়ি হাজার টাকা দাবি করে।

তাদের কাছে অত টাকা না থাকায় তাঁরা মেয়েকে ফিরোজাবাদে সরকারি হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাঁদের মেয়ে এইচআইভি পজিটিভ জেনে তাঁর গা ছুঁতে চিকিৎসকরা রাজি হননি। মেয়েকে বেডে রেখে তাঁরা ছুটে যান হাসপাতালের ইনচার্জের কাছে। তাঁকে অনুরোধ করায় তিনি হস্তক্ষেপ করলে চিকিৎসকরা রাত সাড়ে নটা নাগাদ অস্ত্রোপচার করেন। তরুণীর বাবা-মা জানান ছ ঘণ্টা ধরে তাঁদের মেয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল। কিন্তু চিকিৎসকদের বারবার বলা সত্ত্বেও তাঁরা মেয়েকে ছুঁতে রাজি হননি। এইচআইভি পজিটিভ অন্তঃসত্ত্বা তরুণীর বাবা-মায়ের সঙ্গে আসা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ফিল্ড অফিসারও জানান, তাঁরা দুপুর তিনটে নাগাদ ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করেন। তাঁকে স্ট্রেচারে রাখার পর হাসপাতালের কোনও কর্মীই তাঁকে ছুঁতে রাজি হননি। রাত নটা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করলেও কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেনি। হাসপাতালের ইনচার্জ সঙ্গীতা আনেজার দাবি, চিকিৎসকদের তাঁর পরিবারের কেউ জানাননি ওই তরুণী এইচআইভি পজিটিভ। ঘটনার কথা জানার পর তিনি একটি তদন্ত কমিটি তৈরি করেছেন। প্রত্যেকের সঙ্গেই কথা বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

You may also like