Home Decor : এক চিলতে বারান্দাই হয়ে উঠতে পারে এনার্জি সেন্টার,বর্ষায় নিজের বাড়িকে দিন ‘নিউলুক’

65
Home Decor : এক চিলতে বারান্দাই হয়ে উঠতে পারে এনার্জি সেন্টার,বর্ষায় নিজের বাড়িকে দিন 'নিউলুক'
যদি ঠিক মত সাজাতে পারেন এক চিলতে ছোট্ট বারান্দায় হবে এনার্জি সেন্টার

মহানগড় ডেস্ক : ঘরের সঙ্গে লাগোয়া এক ফালি বারান্দা। তাতেই আনতে পারে নতুন প্রাণের সঞ্চার। শুধু প্রয়োজন কিছু বদলে(Home Decor)। এক টুকরো বারান্দায় হয়ে উঠবে সমস্ত ক্লান্তি কাটানোর ওষুধ। মনে-মনে গিয়ে উঠবেন পছন্দের গান।

বর্তমানে খোলা বারান্দা সংখ্যা প্রায় কম। দু কামরার ফ্লাটে অল্প ছোট বারান্দায় হয়ে উঠতে পারে স্বপ্নের মত। যদি ঠিক মত সাজাতে(Home Decor) পারেন এক চিলতে ছোট্ট বারান্দায় হবে এনার্জি সেন্টার। কী ভাবে? দেখে নিন তবে..

আরও পড়ুন, কলকাতা আর সিটি অফ জয় নেই: রাজ্যপাল

ছোট টেবিল : সকালের সূর্য উদয় দেখতে চান। আর সঙ্গে থাকে যদি গরম গরম চা। তাহলে তো কথাই নেই। ধরনের ফোল্ডিং টেবিল-চেয়ারে পাওয়া যায়। অনলাইনেও পেয়ে যাবেন খুব সহজে। সেগুলি পেতে বসতে পারেন আরামসে।

বসার ব্যবস্থা : যদি পাকা থাকে বসার ব্যবস্থা করেন তাহলে ঝামেলা থাকবে না। এক চিলতে সবুজের মধ্যে সময় কাটায় যত খুশি।

সবুজের খেলা : বারান্দা মানেই ছোট ছোট ফুলের গাছ। ছোট-বড়-মাঝারি হরেক রকম টবে বসাতে পারেন গাছ। আর তাতে যখন ফুল ফুটবে উঠোনের অভাব মিটিয়ে দেবে এই ছোট্ট বারান্দা।

গালিচা: মিশিয়ে নিতে পারেন নরম নরম গালিচা। তাতে দেখতেও যেমন সুন্দর লাগবে। তেমনি সময় কাটাতে লাগবে ভালো। প্রয়োজন হলে দু’চারটে বালিশ নিয়ে নিতে পারেন।

আলোর খেলা : সকালের সূর্যের আলোতো রয়েছে। কিন্তু রাত্তিরে! সময়কে কেবল সকালে কাটাবেন নাকি? আপাদমস্তক মুড়িয়ে ফেলুন মিনিয়েচার আলোতে। দেখবেন বারান্দায় সবসময় থাকবে দীপাবলীর আবেশ। প্রয়োজন হলে ঝুলিয়ে নিতে পারেন লন্ঠন। অন্য রূপে হাজির হবে বারান্দা।

সামিয়ানা : বারান্দাকে একটু বোহেমিয়ার লুক দিতে আলোর সঙ্গে মিলিয়ে দেখে কিনতে পারেন সামিয়ানা।

Home Decor