Home Horoscope  বুধে মঙ্গল কোন কোন রাশির, দেখে নিন এক নজরে 

 বুধে মঙ্গল কোন কোন রাশির, দেখে নিন এক নজরে 

by Mahanagar Desk
40 views
Horoscope

মহানগর ডেস্কঃ  ভালমন্দ মিলয়েই জীবন । সব দিন যেমন ভালো যায়না, তেমনই সব দিন আবার খারাপ যায়না । আসলে সবদিন সব রাশির ভাগ্য একই থাকেনা। গ্রহ নক্ষত্রের জন্য রাশির ওপর প্রভাব পড়ে। এই প্রভাবের জন্যই একেকদিন একেক রাশির ভাগ্য পরিবর্তন হতে দেখা যায়। আজ কোন কোন রাশির ওপর গ্রহ নক্ষত্রের প্রভাবের ফলে ভালকিছু ঘটতে চলেছে দেখে নিন ।

মিথুন রাশি- আজ আপনার দিনটি মজার মধ্যে দিয়ে কাটবে, পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে, যারা সিঙ্গেল তাদের জন্য খুশির খবর, নতুন সম্পর্কে জড়াতে পারেন। কোনো প্রকল্প যা আগে ভেবে রেখেছিলেন তা আজ আপনি খালি সময়ে আপনি পূরণ করতে পারেন । কাজ সম্পন্ন করতে কারোর সহায়তা পেতে পারেন ।

সিংহ – আজ আপনার সামাজিক কাজের সঙ্গে ব্যস্ত থাকবেন, সামাজিক কাজে অংশগ্রহন করার জন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আপনার পরিচয় ঘটতে চলেছে । সঙ্গীর সঙ্গে আজ আপনি সময় কাটাতে চলেছেন তবে এই সম্পর্কে ভাঙ্গন আস্তে চলেছে যদি আপনি সঙ্গীর সঙ্গে বিশ্বস্ত না থাকেন । কাজে অগ্রগতি ঘটবে, আজ আপনার অর্থ প্রাপ্তি রয়েছে ।

তুলা- আপনার জ্ঞান এর দক্ষতা নতুন কারোর সাথে বন্ধুত্বের সৃষ্টি করতে পারে । আপনার জীবনে আজ ভালোবাসা বয়ে নিয়ে আসবে । কাজে পরিশ্রম করার জন্য ভালো ফল পেতে চলেছেন । সময়ের আগে আপনার কাজ সম্পন্ন হবে । আজ আপনার ভ্রমণের যোগ রয়েছে।

বৃশ্চিক রাশি – নিজের বুদ্ধিমত্তার জোরে নিজের কঠোর পরিশ্রমের দ্বারা আজ আপনি আপনার কাজে সাফল্য পেতে চলেছেন । কোনো কঠিন পরিস্থিতি আপনি অতি সহজেই মোকাবেলা করবেন । পরিবারের খুশির জন্য টাকা ব্যয় করতে চলেছেন, তবে তাদের মুখে খুবই দেখে কপনিও খুশি হয়ে যাবেন।

ধনু – কাজের ক্ষেত্রে যদি আপনি মনোযোগ সহকারে কাজ করেন আজ উত্তীর্ণ হবেন। বাইরের তৃতীয় ব্যক্তি আপনার অঙ্গীর সঙ্গে আপনার বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ালেও আপনি শুনে খুশি হবেন এটাই আপনার জন্য মঙ্গল। জেনে রাখবেন কেউ ছেড়ে যেতে চাইলে তাকে যেতে দিন নাহলে আপনার কস্ট বাড়তে পারে। সম্পর্কের টানাপোড়েন থেকে বেরোলে সামনে আপনার অনেক বড় উন্নতি অপেক্ষা করছে । নতুন কারোর অঙ্গে পরিচয় ঘটতে চলেছে যা আপনা জন্য ভালো হবে। কাজ দ্রুত সম্পন্ন হবে, তবে আজ একটু বুঝে টাকা খরচ করুন। শিক্ষার্থীদের জন্য আজ দিনটি খুবই শুভ ।

You may also like