Home Horoscope ব্যবসায়ে লাভ-ধন প্রাপ্তির যোগ, কাজে উন্নতি,  কোন রাশির ভাগ্যে কি আছে জেনে নিন 

ব্যবসায়ে লাভ-ধন প্রাপ্তির যোগ, কাজে উন্নতি,  কোন রাশির ভাগ্যে কি আছে জেনে নিন 

by Mahanagar Desk
51 views
মহানগর ডেস্কঃ  ৯মার্চ, শনিবার, ফাল্গুন মাস চলছে, কৃষ্ণ পক্ষ, চতুর্দশী তিথি সন্ধে ৬:১৭ পর্যন্ত থাকবে,তারপর অমাবস্যা তিথি শুরু হয়ে যাবে। বিজয় মুহূর্তে আপনি যেই কাজ করবেন, সেই সময়ে সফলতা পাওয়ার সুযোগ সব থেকে বেশী পরিমাণে রয়েছে। সেই সময় শুভ কাজ গুলোতে হাত দিন। বিজয় মুহূর্ত- বেলা ১২:৮- দুপুর ১২:৫৫ পর্যন্ত। রাহুকাল সকাল ৯:৩৪- সকাল ১১:৩ পর্যন্ত। কোনো শুভ বা জরুরী কাজ এই সময়ে করবে না ।
  দেখে নিন আপনার রাশি এই তালিকায় আছে কিনা?
মেষ রাশি- ধনের এর স্থিতি আরও মজবুত হবে। আপনার সম্মান প্রতিপত্তি আগের থেকে আরও বাড়বে। থেমে থাকা কাজে গতি ফিরে পাবে। ব্যবসায়ে আপনার লাভের যোগ রয়েছে। কোনো কাজে আপনার সঙ্গীর সাহায্য পাবেন, বা আজ সঙ্গীর সাথে কোথাও যেতে পারেন। মনকামনা পূরণ হবে।
জরুরি টিপস- অহংকার করবেন না, শুভ রং – কেশরিয়া, উপায়- হনুমান চালিসা পাঠ করুন।
কর্কট রাশি- ভাগ্য আপনার সাথ দেবে। মনের চিন্তা দূর হবে। নতুন কারোর সাথে সাক্ষাৎ ঘটবে। কোনো কাজ করার কথা ভাবছেন তা আজ সম্পন্ন হবে। ব্যবসায়ে গতি ফিরে পাবে। পরিবারে সুখ সমৃদ্ধি আরও বাড়বে।
জরুরি টিপ- অহংকার করা থেকে বিরত থাকুন, শুভ রং- ক্রীম, উপায়- গরুকে রুটি খাওয়ান।
সিংহ রাশি- পুরনো কোনো কাজ যমজ সম্পন্ন হবে। চাকরি যারা করেন তাদের কর্মক্ষেত্রে আজকেরের দিন তাদের ফেবারে যাবে। টাকা পাওয়ার যোগ রয়েছে বা কোনো টাকা আটকে আছে সেই টাকা ফিরত পেতে পারেন। ব্যবসায় যারা যুক্ত তাদের জন্য দিনটি শুভ, তাদের লাভ হবে। আপনি বন্ধুদের সহায়তা পাবেন কোনো কাজে। চিন্তা থেকে মুক্তি পাবেন।
জরুরি টিপ- হঠকারিতা করবেননা, শুভ রং- লাল, উপায়- হনুমান চালিসা পাঠ করুন।
কন্যা রাশি- আপনার সন্মান আরো বাড়বে। সম্পত্তি কেনার বা প্রাপ্তির যোগ রয়েছে। কাজে ব্যস্ত থাকবেন। শরীর মন ভালো থাকবে।
জরুরি টিপ- রাগ করবেন না, শুভ রং – নীল, উপায়- কোনো মন্দিরে সুগন্ধি ধূপ দান করুন, বা জ্বালিয়ে প্রার্থনা করুন।
তুলা রাশি- ভাগ্য আয়নায় পূর্ণ সমর্থন করবে, সেহেতু আপনি যেই কাজ করবেন সেটিই সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে সফলতা মিলবে। মনের চিন্তা দূর হবে। ব্যবসায়ে লাভের যোগ রয়েছে। যেকোনো যাত্রা আপনার লাভজনক হবে।
জরুরি টিপ- অলসতা করবেন না, শুভ রং- সাদা, উপায়- গরিবকে ফল দান করুন।
ধনু রাশি- আপনার ধন প্রাপ্তির যোগ রয়েছে । যারা ব্যবসা করেন তাদের ব্যবসার আরও বিস্তার ঘটবে। ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি ইতিবাচক, যেকোনো কাজে তাদের মন লাগবে। চাকরির সাথে যুক্ত ব্যক্তিরা কাজে ব্যস্ত থাকবেন।
 জরুরি টিপ- অলসতা করবেন না, শুভ রং- কেশরিয়া, উপায়- হনুমানজির পুজো করুন।

You may also like