Home Horoscope কোন ৭ রাশির জাতক জাতিকাদের ফেবারে আজকেরের দিন জানেন?

কোন ৭ রাশির জাতক জাতিকাদের ফেবারে আজকেরের দিন জানেন?

যেকোনো শুভ কাজ করতে হলে বিজয় মুহূর্তে করুন।সফলতা পাবেন।

by Pallabi Sanyal
92 views

মহানগর ডেস্কঃ ২ মার্চ, শনিবার,ফাল্গুন মাস, কৃষ্ণ পক্ষ, ষষ্ঠী তিথি চলছে। বিজয় মুহূর্তের সময় দুপুর ১২:১০- বেলা ১২:৫৭ পর্যন্ত, রাহুকাল সকাল ৯:৩৯- সকাল১১:৬ পর্যন্ত চলবে। যেকোনো শুভ কাজ করতে হলে বিজয় মুহূর্তে করুন।সফলতা পাবেন। রাহুকাল অশুভ মানা হয়, এই সময় কোনো শুভ কাজ করতে যাবেন না।
আজ ১২ রাশির মধ্যে ৭রাশি জাতক জাতিকাদের দিন একটু বেশি ভালো যেতে চলেছে। কোন ৭রাশির ফেবারে আজকেরে দিন জানেন? দেখে নিন এই তালিকায় আপনার রাশি আছে কিনা?

মিথুন রাশি– আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন। থেমে থাকা কাজে গতি ফিরতে চলেছে। সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে, যদি পূর্বে কারোর সাথে মনোমালিন্য হয়ে থাকে তাহলে তার সমাধান হবে। সম্পত্তিজনিত কাজে আপনার ইতিবাচক দিক রয়েছে, এই সময় তা করতে পারেন। ব্যবসায়ে লাভবান হবেন। জরুরি টিপস– নেগেটিভ বিচার এড়িয়ে চলুন,শুভ রং– হালকা সবুজ,উপায়- ১০৮ বার গায়েত্রী মন্ত্র পাঠ করুন।

কর্কট রাশি– আপনার আত্মবিশ্বাস বাড়বে। কোনো চিন্তার মধ্যে আপনি জর্জরিত থাকলে সেই চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুদের সাথে সময় কাটাবেন বিকেলের পর। কোনো পুরোনো বন্ধুর সাথে আজ দেখা হতে পারে। জরুরি টিপস– কম বলুন, শুভ রং– ক্রিম, উপায়– কোনো গরীব কে খাবার দান করুন।

কন্যা রাশি– কোনো ভালো খবর পেতে পারেন। নতুন কারোর সাথে পরিচয় ঘটবে। পরিশ্রম করার ফল মিলবে। ব্যাবসায় মুনাফা লাভের যোগ আছে। জরুরি টিপস– ধৈর্য রাখুন, শুভ রং– বিস্কুট, উপায়– গরিবকে খাবার খাওয়ান।

তুলা রাশি– ধন লাভের যোগ রয়েছে। পরিবারে যে সমস্যা চলছিল তার সমাধান হবে। নতুন লোকের সাথে পরিচয় ঘটবে। জরুরি টিপস– রাগ থেকে বাঁচুন, শুভ রং– সাদা, উপায়– কোনো গরিবকে চাল দান করুন।

ধনু রাশি– কর্মক্ষেত্রে মনোনিবেশ করার সময়। সম্পত্তি জনিত কাজে সফলতা মিলবে। পরিবারে চলতে থাকা কোনো মতভেদ দূর হবে। জরুরি টিপস– ধৈর্য রাখুন,শুভ রং-হলুদ, উপায়– হনুমান চালিসা পাঠ করুন।

মকর রাশি– কোনো সুখবর পেতে চলেছেন। ধন আগমনের যোগ রয়েছে। সম্মান বৃদ্ধি ঘটবে। ব্যবসায় মুনাফা লাভের যোগ আছে। বন্ধুদের সাথে দেখা হবে। জরুরি টিপস– অলসতা কমান, শুভ রং– ক্রিম, উপায়– গরুকে রুটি খাওয়ান।

কুম্ভ রাশি– কর্মক্ষেত্রে উন্নতি হবে। যেকোনো কাজে আপনি সফলতা পাবেন। ভাগ্য আপনার সাথ দেবে সেহেতু নিশ্চিত থাকুন। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি শুভ। জরুরি টিপস– কম বলুন, শুভ রং– আকাশি, উপায়– গরিবকে খাবার খাওয়ান ।

You may also like