Home Horoscope ১২ রাশির মধ্যে আজ কোন ৮ রাশির ভাগ্য বেশি ভালো জানতে চান?

১২ রাশির মধ্যে আজ কোন ৮ রাশির ভাগ্য বেশি ভালো জানতে চান?

8 luckiest zodiac of the day

by Mahanagar Desk
47 views

মহানগর ডেস্কঃ ৪মার্চ, সোমবার ,ফাল্গুন মাস,কৃষ্ণ পক্ষ চলছে, অষষ্ঠমী তিথি ৮:৩৯মিনিট পর্যন্ত থাকছে, তারপর নবমী তিথি শুরু হয়ে যাবে। বিজয় মুহূর্তের সময় বেলা ১২:১০- দুপুর ১২:৫৬ পর্যন্ত, রাহুকাল সকাল ৮:১০- সকাল৯:৩৮ পর্যন্ত থাকবে। কোনো শুভ কাজ করতে চাইছেন, সেই কাজ এই সময়ে করুন। বিজয় মুহূর্তে করুন সফলতা পাবেন। রাহুকাল অশুভ মানা হয় এই সময় কোনো শুভ কাজ করতে যাবেন না।১২রাশির মধ্যে আজ কোন ৮ রাশির জাতক জাতিকাদের দিন বেশি ফেবারে যেতে চলেছে জানেন। দেখে নিন এই তালিকায় আপনার রাশি আছে কিনা?

বৃষ রাশি- থেমে থাকা কাজে গতি ফিরে আসবে। জীবনে সুখ বাড়বে। কথায় মাধুর্য থাকার দরুণ যেকোনো কাজে উত্তীর্ন হবেন।মানসম্মান বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করেন তাঁদের জন্য ভালো লাভের যোগ আছে। যারা অফিসে চাকরি করেন তাঁদের উর্দ্ধতন আপনাদের কাজে খুশি হতে চলেছেন। জরুরি টিপ- প্রতারণা থেকে বাঁচুন, শুভ রং-সাদা, উপায়- গরীবকে দুধ দান করুন।মিথুন রাশি- শিক্ষা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা পড়াশোনার সাথে যুক্ত তারা ভালো ফলাফল পাবেন। ধন প্রাপ্তির যোগ রয়েছে। সম্পত্তি সংক্রান্ত অর্থাৎ নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক স্থিতির উন্নতি ঘটবে। জরুরি টিপ-কম বলুন, শুভ রং- কেশরিয়া, উপায়- গরুকে রুটি খাওয়ান।কর্কট রাশি- ভাগ্য আপনার সাথ দেবে।কর্মক্ষেত্রে সফলতা পাবেন। সময়ের সদ্ব্যবহার করুন কাজে উত্তীর্ণ হবেন। সফলতা অবলম্বন করে চলার দরুণ যেকোনো কাজে সফলতা পাবেন। জরুরি টিপ- শরীরের প্রতি খেয়াল রাখুন, শুভ রং- গোলাপি, উপায়- পাখিকে দানা খাওয়ান ।

সিংহ রাশি- পরিশ্রম করার দরুণ ফল মিলবে। কর্মক্ষেত্রে সফলতা পাবেন। কোনো যাত্রা আপনার লাভজনক হোতে চলেছে। জরুরি টিপ- অলসতা থেকে বাঁচুন, শুভ রং- হাল্কা মেরুন।কন্যা রাশি- কাজের ক্ষেত্রে আপনার নেতৃত্ব বাড়বে। কাজ আপনার সময়ের মধ্যে পূরণ হবে। পুরোন কোনো কাজ থেমে আছে, তা পূরণ হবার দিন। জরুরি টিপ- নেতিবাচক চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন, শুভ রং- হালকা সবুজ, উপায়- কোনো গরিবকে ফল দান করুন।তুলা রাশি- ভাগ্য আপনার ফেবারে থাকবে তার জন্য যেকোনো কাজে সফলতা পাবেন। মহৎ বা প্রতিভাসম্পন্ন ব্যক্তি দের সাথে আপনার পরিচয় ঘটবে। ব্যবসায়ে লাভের যোগ আছে। জরুরি টিপ- রাগ থেকে বাঁচুন, উপায়- গরুকে রুটি খাওয়ান।ধনু রাশি- পরিবারের সমর্থন পাবেন যেকোনো কাজ করার ক্ষেত্রে। টাকার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মুনাফা লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার পদের পরিবর্তন ঘটবে। জরুরি টিপ- কম বলুন, শুভ রং- গেরুয়া, উপায়- গরিবকে খাবার খাওয়ান।কুম্ভ রাশি- আপনি কোন পরিকল্পনা কররেখেছেন তা বাস্তবে সফলতা পাবে। কর্মক্ষেত্রে আপনার দিন স্থিতিশীল থাকবে। কোনো নতুন কাজের সূচনা করতে চলেছেন। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। সম্পর্কে যারা আছেন তাদের মধ্যে প্রেমের মাধুর্য্য বজায় থাকবে। সিঙ্গেল দের জীবনে নতুন প্রেমের আগমন ঘটবে। জরুরি টিপ- অহংকার করবেন না, শুভ রং- ক্রিম, উপায়- পাখিকে দানা খাওয়ান।

You may also like