মহানগর ডেস্ক: কার ভাগ্য কখন বদলায় কেউই বলতে পারে না। প্রতি মুহূর্তে গ্রহ নক্ষত্রের বদলে ভাগ্যে চাকা ঘুরতে পারে। দেখে নিন এই ৬ রাশির কপালে কি রয়েছে রবিবারে।
বৃষ – আজ দিনের শুরুটা একটু নিস্তেজ হলেও, কিন্তু আস্তে আস্তে শেষের দিকে আপনি এনার্জেটিক বোধ করবেন । ব্যবসায়িদের দিক থেকে বেশ শুভ ,যদি আপনি কোন ব্যবসায়িক পরিকল্পনা করে থাকেন বা ব্যবসার দিক থেকে নতুন করে কিছু করতে চান তবে এটি করার জন্য আজ একটি ভাল দিন। দিনের শেষে আপনি একা কিছু সময় পাবেন সেই সময় আপনি একা কাটান, হাঁটাহাঁটি করুন, ভালো খান, নিজের ব্যপারে গভীরে গিয়ে ভাবতে পারেন ।
মিথুন – কাজের জায়গায় আজ আপনার কাজের জন্য আপনার বস বা সহকর্মীর কাছ থেকে প্রশংসা পেতে চলেছেন । আজ যারা যেই কাএই আছেন না কেন আনন্দ পাবেন কাজ করতে। আজ আপনি মানুষের মধ্যে মর্যাদা ও খ্যাতি পাবেন যা সবার সাথে আপনার একটি সামাজিক সংযোগ বা পরিচিতি বাড়াতে সাহায্য করবে।
কর্কট –যেই পেশার সাথে আপনি যুক্ত আছেন, আপনার পেশাগত জীবনে ভালো ফল লাভ করবেন। আপনি যদি কোন বিনিয়োগ করতে চান তাহলে আজকেরের দিন থেকে শুরু করতে চাইলে আপনার জন্য শুভ । কোন গুরুজনের আশীর্বাদ পেতে চলেছেন ।
সিংহ – আপনার কাজের জন্য আজকের দিনটি শুভ। নতুন দায়িত্ব পেতে ছেলেছেন , যদি আপনার সঙ্গীর সঙ্গে কোন ঝামেলা বা সমস্যা চলছে দির্ঘদিন ধরে তাহলে আজ তা সমাধান হওয়ার সুযোগ আছে, তবে আপ্নাকে মাথা ঠাণ্ডা করে নিজের মনের কথা তাঁকে বুঝিয়ে বলতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে, মাথা ঠাণ্ডা রাখবেন ।
বৃশ্চিক- আজ বিনিয়োগ করার সময় একটু সতর্ক থাকুন। যেই রাস্তায় আছেন ওই ট্র্যাকেই থাকুন, আপনি এমন একটি প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন যা অদূর ভবিষ্যতে আপনাকে ভালো ফল দিতে পারে, রাজনীতি তে যারা যুক্ত আছেন তাঁদের জন্য শুভ দিন ।
ধনু- আজ আপনার দিন ব্যস্ততম যাবে, আপনি বন্ধুদের সঙ্গে ব্যস্ত থাকবেন এবং একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক গঠন করতে আপনই সক্ষম হবেন, পেটের সমস্যা দেখা দিতে পারে তাই আজ বাড়িতেই খাওয়া ভালো। কথা বলার আগে ভেবে বলুন । সম্পর্কের দিক থেকে আপনার মুখ বন্ধ রাখাই ভালো নাহলে বিচ্ছেদ দেখা দিতে পারে সঙ্গীর সঙ্গে ।