মহানগর ডেস্ক: অপারেশন লোটাসের (Operation Lotus In Telangana ) নিশানায় তেলেঙ্গনা । অভিযান সফল করতে এবার ঘোড়া কেনাবেচার (Horse trading) অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। দল ভাঙানোর অভিযোগে একটি ফার্ম হাউসে তিনজনকে আটক করল তেলেঙ্গানার পুলিশ। ওই ফার্ম হাউসে চার টিআরএস বিধায়ককে কেনার “ডিল” চলছিল বলে অভিযোগ। এই লেনদেন নিয়ে পুলিশকে গোপনে খবর দেন ওই চারজন বিধায়ক। খবর পেয়ে সেখানে হানা দিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। তারা জানিয়েছে একশো কোটি টাকার লেনদেন চালাচ্ছিল বিজেপির লোকজনেরা।
অভিযুক্তরা এক গুরুত্বপূর্ণ বিধায়ককে একশো টাকার বেশি দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলে খবর। প্রতিটি টিআরএস বিধায়ককে পঞ্চাশ কোটি করে দেওয়ার টোপ দিয়েছিল। লেনদেনের খবর পাওয়ার পরে বুধবার আজিজ নগরে হানা দেয় তেলেঙ্গানা পুলিশ। টিআরএস বিধায়করা অভিযোগ করেন দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁদের টোপ দেওয়া হয়। কোটি কোটি টাকা ঘুষ দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা জানান তাঁরা। টিআরএস বিধায়করা জানিয়েছেন মোটা টাকার বদলে টিআরএস ছেড়ে গেলে তাঁদের বিজেপিতে পদ দেওয়া হবে। এ নিয়ে চুক্তি করার কথাও জানানো হয়েছিল। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে ঘোড়া কেনাবেচা করতে অভিযুক্তরা ভুয়ো পরিচয় নিয়ে তেলেঙ্গানায় এসেছিল। তারা জানায় আটক ব্যক্তিরা নিজেদের হরিয়ানার ফরিদাবাদের পুরোহিত সতীশ শর্মা ওরফে রামচন্দ্র ভারতী, তিরুপতির মঠাধীশ ডি সিমায়াজি এবং ব্যবসায়ী নন্দকুমার।
যে ফার্মহাউসে লেনদেন চলছিল, সেই ফার্ম হাউসের মালিক তান্দুরের বিধায়ক পাইলট অভিযোগ করেছিলেন। চার বিধায়ককে মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্রে উদ্ধব সরকারকে ফেলতে বিজেপির বিরুদ্ধে বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠেছিল। তারপর ঝাড়খণ্ডেও বিধায়ক কেনাবেচা কাণ্ডে পশ্চিমবঙ্গ থেকে টাকা,শাড়ি ভর্তি একটি গাড়ি ও কংগ্রেস বিধায়কদের গ্রেফতার করা হয়। গত ২০১৯ সাল থেকেই বিজেপি দক্ষিণের তেলেঙ্গানায় থাবা বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সেরাজ্যে অপারেশন লোটাস চালু করার উদ্যোগ নিয়েছে। এই ঘটনা সেই অভিযানের অঙ্গ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি আম আদমিও অভিযোগ করে বিজেপি পঞ্জাব ও দিল্লিতে তাদের বিধায়কদের টাকার টোপ দিয়ে দল ভাঙানোর চেষ্টা করছে। গত আগস্ট মাসে তেলেঙ্গানার এক বিজেপি নেতা দাবি করেছিলেন টিআরএসের আঠেরোজন বিধায়ক শীগ্গির বিজেপিতে যোগ দেবেন। এদিকে তেলেঙ্গনার বিজেপি নেত্রী ডিকে অরুণা পাল্টা অভিযোগ করেছেন মুনুগোডে থেকে নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী কেসি রাও ঘোড়া কেনাবেচার নাটক করছেন। আরেক বিজেপি নেতা বিবেক ভেঙ্কটেশস্বামী জানিয়েছেন কেসিআর বুঝতে পেরেছেন তাঁরা মুনুগোডে হারছেন, তাই এমন নাটক করছেন।