Home Featured Shiromani Akali Dal: হাসপাতালে ভর্তি SAD প্রধান, শারীরিক অবস্থা স্থিতিশীল

Shiromani Akali Dal: হাসপাতালে ভর্তি SAD প্রধান, শারীরিক অবস্থা স্থিতিশীল

by Anamika Nandi
Shiromani Akali Dal: হাসপাতালে ভর্তি SAD প্রধান, শারীরিক অবস্থা স্থিতিশীল

মহানগর ডেস্ক: রবিবার শিরোমনি আকালি দলের (SAD) মুখপাত্র জানিয়েছেন, প্রকাশ সিং বাদলকে (Parkash Singh Badal) মোহালির (Mohali) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেশ কয়েকবার বমি করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যার পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এ গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যার জন্য ভর্তি করতে হয়েছিল ৯৪ বছর বয়সী এই নেতাকে। যদিও পরের দিনই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ফের আবার অসুস্থ হয়ে পড়েছেন প্রকাশ সিং বাদল। তাছাড়া বছরের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ‘মুসলমানদের জন্যই আজ আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে’, মমতাকে বললেন মুসলিম নেতা

মুসলমানদের জন্যই আজ আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে’, মমতাকে বললেন মুসলিম নেতা

চলতি বছরের ফেব্রুয়ারিতে কোভিড-পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে মোহালির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, কার্ডিয়াক এবং পালমোনারি চেক-আপ করেছিলেন সেই সময়। জানুয়ারির ২৪ তারিখ লুধিয়ানার এক হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়। যেখানে তিনি করোনা রিপোর্ট পজিটিভ আসলে ভর্তি হয়েছিলেন। তারপর থেকে শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না এসএডি প্রধানের। সূত্র অনুযায়ী, তাঁকে দু-তিন সপ্তাহ অন্তর অন্তর চেকআপ করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিন ফের আবার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তাঁকে।

You may also like