Home Featured Household Work Not Harassment : বিবাহিতা মহিলাকে ঘরের কাজ করতে বলা নির্দয় কিছু নয়, মত বোম্বে হাইকোর্টের

Household Work Not Harassment : বিবাহিতা মহিলাকে ঘরের কাজ করতে বলা নির্দয় কিছু নয়, মত বোম্বে হাইকোর্টের

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: একজন বিবাহিত মহিলাকে পরিবারের জন্য ঘরের কাজ করতে বলা মানে তা পরিচারিকার কাজের সমান বলে ধরে নেওয়া যাবে না। এটার মধ্যে নির্দয় কিছু নেই। (Household Work Not Harassment) বিবাহ বিচ্ছিন্ন স্বামী ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে পারিবারিক হিংসার (Domestic Violence) অভিযোগে দায়ের করা মামলায় রায় দিতে গিয়ে এই মন্তব্য করেছে বোম্বে হাইকোর্টের আউরঙ্গাবাদ বেঞ্চ (Bombay Court)। বিবাহ বিচ্ছিন্ন স্বামী ও তাঁর বাবা মায়ের বিরুদ্ধে এফআইআর খারিজ করে দিয়েছে হাইকোর্টের বেঞ্চ। তাঁর অভিযোগপত্রে ওই মহিলা জানিয়েছেন বিয়ের পর তাঁর সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিল শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু তারপরই তাঁরা তাঁকে ঘরের কাজ করতে বলেন। ঠিক যেমন পরিচারিকাদের কাজ করানো হতো।

তাঁর অভিযোগ স্বামী ও শ্বশুর-শাশুড়ি গাড়ি কেনার জন্য চাপ দিতে শুরু করে। এরপরই তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন শুরু করেন তাঁরা। তবে আদালত তার পর্যবেক্ষণে জানায় অভিযোগকারিণী শুধু জানিয়েছেন তাঁকে হেনস্থা করা হয়েছে। যদিও নির্দিষ্টভাবে কোনও হেনস্থার কথা জানাননি। আদালত জানায় যদি একজন বিবাহিতা মহিলাকে পরিবারের জন্য ঘরের কাজ করতে বলা হয়,তাহলে তাঁকে পরিচারিকা হিসেবে কাজ করানো হচ্ছে, তা বলা যাবে না। যদি তাঁর ঘরের কাজ করায় কোনও ইচ্ছে নেই, তাহলে সেটা বিয়ের আগেই তাঁর বলা উচিত ছিল। সেক্ষেত্রে পাত্র বিয়ে নিয়ে ভাবতে পারতেন। আর বিয়ের পর যদি তা হয়ে থাকে, তাহলে একেবারে শুরুতেই এ নিয়ে ফয়শালা করা যেতো। বেঞ্চ আরও জানায় শারীরিক ও মানসিকভাবে হেনস্থা শব্দগুলি ব্যবহার করলেই তা ভারতীয় দণ্ডবিধির অধীনে ৪৯৮এ ধারায় আনা যাবে না। তা করতে গেলে হেনস্থার বিশদ বিবরণ জানাতে হবে। যতক্ষণ না জানানো হচ্ছে, ততক্ষণ নির্দয় ব্যবহার বলা যাবে না।

You may also like