মহানগর ডেস্ক : সামনে এলো আরো একটি নতুন মুক্তির দিন। হৃত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করলেন অভিনেতা। ২০২৪ সালের২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে অনিল কাপুরকেও।
এর আগে আগামী বছর সেপ্টেম্বর মাসকে বেছে নেওয়া হয়েছিল ছবির মুক্তির দিন হিসেবে। তবে আগামী বছর মুক্তি পেতে চলেছে দীপিকার আরো একটি ছবি পাঠান। দীর্ঘ চার বছর পর যে ছবির মধ্যে দিয়ে পর্দায় ফিরতে চলেছেন কিং খান। স্বাভাবিকভাবেই ফাইটার ছবিতে তার প্রভাব পড়তে পারে এমনটাই আন্দাজ করেছেন পরিচালক। যে কারণে ছবির মুক্তির দিন তখন পর্যন্ত স্থগিত রেখেছিলেন তিনি।
ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ড্রামা অর্থাৎ বায়ুসেনার গল্প নিয়ে সিদ্ধার্থ আনন্দ আনতে চলেছেন ফাইটার। এই প্রথম পর্দায় দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাধতে দিয়ে চলেছেন হৃত্বিক রোশন।