মহানগর ডেস্ক : বয়স যে কেবল একটা সংখ্যা তা বারবার প্রমাণ করেছেন বলিউড তারকারা। অসমবয়সী প্রেমের তালিকায় নবতম সংযোজন হৃত্বিক রোশন এবং সাবা আজাদ। বয়স ভুলে একে অপরের প্রেমে মজেছেন তারা। যদিও সরাসরি নিজেদের সম্পর্ক নিয়ে কোনদিনই মুখ খুলতে দেখা যায়নি তাদের। তবে ইন্ড্রাস্ট্রির পার্টি হোক কিংবা বিমানবন্দর সব জায়গায় হাতে হাত দুজনের।
এখনকার পাপারাজ্জিদের দেখেও লুকিয়ে পারেন না তারা। এমনকি হৃত্বিকের বন্ধুর বিয়েতে হাজির হয়েছিলেন একসঙ্গে। তবে এবার নিজেদের সম্পর্ককে আরও কিছুটা ধাপ এগোলেন হৃত্বিক। প্রথমবার সোশ্যাল মাধ্যমে ছবি শেয়ার করলেন সাবার সঙ্গে।
চলতি বছর লন্ডনে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গিয়েছেন তিনি। নিজের ব্যস্ততা থেকে বেশ কিছুটা সময় বার করে সাবাকে নিয়ে দূর দেশে পাড়ি দিয়েছেন ‘ভেদা’। সেখানেই এক মিউজিয়ামে আনমনে বসে রয়েছেন প্রেমিকা। এবং তার সেই মুহূর্তের ছবি সঙ্গে নিজের নিজস্বী ফ্রেমবন্দি করেছেন হৃত্বিক। তবে এই ছবি সোশ্যাল মাধ্যমে আসতেই হই হই কান্ড। কেউ বলছেন সাবার সঙ্গে সম্পর্কে এক প্রকার সীলমোহর লাগালেন অভিনেতা। তবে সেখানে মন্তব্য করতে ভোলেননি হৃত্বিকের বোন পশমিনা রোশন।
বিগত বেশ কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন হৃত্বিক সাবা। তবে তাদের বয়সের ফারাক নিয়ে চর্চা কম হয়নি। যদিও সেসব কোনদিনই পাত্তা দেননি দুজনে। বরং সবকিছু নেতিবাচক মন্তব্য সরিয়ে নিজেদের শর্তে জীবন উপভোগ করছেন তারা।