মহানগর ডেস্ক: আর হুঁকোয় টান দিয়ে মৌতাত করা যাবে না। কলকাতা জুড়ে সমস্ত হুঁকাবারে নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার (Hukkabar Closed)। শহরের মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে জানিয়েছেন যাঁরা এই নির্দেশ অমান্য করে হুঁকাবার চালাবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেয়র সমস্ত হুকাবারের মালিকের কাছে অনুরোধ জানিয়েছেন বন্ধ জায়গায় হুকাবার স্বাস্থ্যের ওপর হুকার প্রভাব পড়ছে, সেই কারণে হুকাবার বন্ধ করার জন্য। হাকিম জানান, বন্ধ জায়গায় যাঁরা হুকাবার চালাচ্ছেন তাদের তা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। পুলিশকে কড়া হওয়ারও অনুরোধ জানিয়েছেন।
মেয়র জানান হুঁকোয় কিছু বিষাক্ত জিনিস রয়েছে, যা যুবকদের আসক্ত করছে। প্রশাসন ওই বিষাক্ত জিনিস হুঁকোয় থাকা নিয়ে অভিযোগ পেয়েছে। ওই বিষাক্ত জিনিস জনস্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তাই সরকারকে হুঁকাবার বন্ধ করার সিদ্ধান্ত নিতে হচ্ছে। যদি কোনও হুঁকাবারের মালিক সরকারের সিদ্ধান্ত না মেনে হুঁকাবার চালান, তাহলে তাঁর হুঁকাবারের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। সরকার নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ করার পাশাপাশি এনলিস্টমেন্ট সার্টিফিকেটও না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং আগে যেসব লাইসেন্স অনুমোদন করা হয়েছিল, তা বাতিল করা হবে।