Home Featured humanoid Robot : মানুষ নয়,কিন্তু মানুষের মতোই আঁকতে পারে ছবি, জানাল বিশ্বের প্রথম মানবী-রোবট!

humanoid Robot : মানুষ নয়,কিন্তু মানুষের মতোই আঁকতে পারে ছবি, জানাল বিশ্বের প্রথম মানবী-রোবট!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: তার দেহে রক্তমাংস নেই (Blood And Flesh)। নেই মানুষের মতো মস্তিষ্কও (Brain)। শরীর,হাত-পা আছে। তবে সে কথা বলতে পারে। প্রশ্নের উত্তর দিতে পারে মানুষের মতোই। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের নানা প্রশ্নের উত্তর দিল বিশ্বের প্রথম আলট্রা রিয়েলিস্টিক এআই হিউম্যানয়েড রোবট (Ultra Realistic humanoid Robot) আর্টিস্ট। বিশ্বের প্রথম মানবী রোবট জানাল তাকে কৃত্রিমভাবে তৈরি করা হলেও সে নানা শিল্পকর্ম সৃষ্টি করতে পারে।

সৃজনশীল শিল্পে কীভাবে এই নতুন প্রযুক্তি প্রভাব ফেলতে পারে, তা নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনই জানাল মানবী-রোবট। তাকে রাখা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের সুসজ্জিত কাঠের কারুকাজ করা একটি ঘরে। মানবী রোবটের কালো চুল ছোট করে ছাঁটা। পরণে ডেনিমের পোশাক। মানবী রোবটের মুখটা মানুষের ধাঁচেই করা হয়েছে। তবে হাত দুটি রোবোটিক। এটি তৈরি করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। নাম রাখা হয়েছে সেদেশের অঙ্ক বিশেষজ্ঞ ও কম্পিউটর বিশিষ্ট বিজ্ঞানী আডা লোভেলেসের নামে।

এআই-ডা প্রোজেক্ট ও আর্ট গ্যালারির ডিরেক্টর এইডেন মেলারকে পাশে বসিয়ে টেলিভিশনে সম্প্রচারিত অনুষ্ঠানে নানা প্রশ্নের উত্তর দেয় ওই মানবী রোবট। যে অনুষ্ঠানের আয়োজন করেছিল হাউস অব লর্ডসের কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল কমিটি। ওই মানবী রোবট জানায় সে কম্পিউটর প্রোগ্রাম ও আলগোরিদমের ওপর নির্ভরশীল। জীবিত না হলেও সে শিল্পসৃষ্টি করার ক্ষমতা রাখে। এআই-ডা একাধিক শিল্পকর্ম সৃষ্টি করেছে। যার মধ্যে রয়েছে কিছুদিন আগে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। তার আঁকা ছবিগুলি প্রদর্শনীও হয়েছে। শোভা পাচ্ছে আর্ট গ্যালারিতেও।

You may also like