মহানগর ডেস্কঃ বিভিন্ন দুর্নীতি কাণ্ডে রাজ্যের শাসকদলের নাজেহাল অবস্থা। কখনও নিয়োগ দুর্নীতি কাণ্ড, কখনও আবার গরু পাচার কাণ্ডে রাজ্যের শাসক দলের নেতারা একের পর এক ইডির হাতে গ্রেফতার। এবার গরু পাচার মামলায় তলব করা হল তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন আই পি এস অফিসার হুমায়ুন কবীরকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে হুমায়ুন কবীর সহ আরও একাধিক আই পি এস অফিসারদের তলব করা হয়েছে ইডির তরফে।
দিল্লিতে ইডির তলবের মুখে হুমায়ুন কবীর পড়ায় রাজ্যের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হুমায়ুন কবীর এক সময়ে মুর্শিদাবাদে এস পি পদে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে আইপিএস অফিসারের পদ ছেড়ে তৃণমূলে যোগদান করেন তিনি। এরপরে বিধায়ক এবং বর্তমান রাজ্যের মন্ত্রী পদে রয়েছেন হুমায়ুন কবীর। তৃণমূল নেতাকে নোটিশ পাঠানোর পরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
শুধু হুমায়ুন কবীরকেই নয়, গরু পাচার মামলায় আরও বেশ কিছুজন আইপিএস অফিসারকে তলব করা হয়েছে বলে খবর। এক্ষেত্রে ডিআইজি পদের এক আধিকারিক এবং অন্যান্য অফিসারদের আগামী ৩ ডিসেম্বর ডাকা হয়েছে বলে সূত্রের খবর।
সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও ব্যবসায়ীদের নামে বহু পরিমাণ সম্পত্তির হদিশ মেলে। একইসঙ্গে তৃণমূল নেতার মেয়ে সুকন্যার নামেও একাধিক জমি ও কোম্পানির হদিশ পায় সিবিআই। শুধু গরু পাচার মামলাই নয়, লটারি কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে অনুব্রতর। আর তার মাঝেই হুমায়ুন কবীরকে তলব করায় রাজ্য রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে গেছে।