Home Uncategorized Husband Filmed Wife Suicide Attempt: রক্ত বেরোচ্ছে চোখ নাক দিয়ে, কানপুরে গলায় স্কার্ফ বেঁধে স্ত্রীর আত্মহত্যার ছবি তুলল স্বামী!

Husband Filmed Wife Suicide Attempt: রক্ত বেরোচ্ছে চোখ নাক দিয়ে, কানপুরে গলায় স্কার্ফ বেঁধে স্ত্রীর আত্মহত্যার ছবি তুলল স্বামী!

by Mani Sankar Debnath

মহানগর ডেস্ক: স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া চলছিল স্ত্রীর (Scuffle Between Husband And Wife)। শুধু ঝগড়াই নয়, মারপিটও। মারপিট, ঝগড়া চলতে চলতেই রাগের মাথায় স্কার্ফ গলায় জড়িয়ে ফ্যানের পাখার সঙ্গে বেঁধে ঝুলে পড়ল স্ত্রী। কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা না করে মোবাইলে সেই ভয়ানক দৃশ্যের ভিডিও তুলে যাচ্ছিল স্বামী (Husband Filmed Wife Suicide Attempt)। আত্মহত্যার দৃশ্য ভিডিও তোলার পর তা শ্বশুরবাড়ির লোকদের দেখায় অভিযুক্ত। উত্তরপ্রদেশের কানপুরে (Kanpur) এই নির্মম ঘটনাটি ঘটেছে। এবং মৃত স্ত্রীর নাম সবিতা গুপ্ত। অভিযুক্ত স্বামীর নাম সঞ্জয় গুপ্ত। স্ত্রীকে না বাঁচিয়ে তাকে বলতে শোনা যায়, খুব ভালো। এটা তোমার মানসিকতা। খুব খারাপ মানসিকতা। গলায় দড়ি দেওয়ার পর সবিতার নাক-মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। সেই অবস্থায় সবিতাকে খাটের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপরই ভিডিওটি শেষ হয়ে যায়।

সবিতার বাবা রাজকিশোর গুপ্তা জানান, মঙ্গলবার সন্ধ্যেবেলায় তাঁকে তাঁর জামাই ফোন করে জানান মেয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সেখানে পৌঁছয় সবিতার বাড়ির লোকজনেরা। তাঁরা দেখতে পান বিছানায় সবিতা পড়ে আছে। সঞ্জয় তাকে সিপিআর করার চেষ্টা করছে। অভিযুক্ত তার তোলা ভিডিওটি তাঁদের দেখান। দাবি করে সবিতা আত্মহত্যার চেষ্টা করার প্রথম দিকে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। জামাইয়ের আচরণ সন্দেহজনক বলেই জানিয়েছেন রাজকিশোর গুপ্ত। তিনি জানান তাঁরা মেয়ের বাড়িতে গিয়ে দেখতে পান তাঁর মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে সঞ্জয় মেয়ের বুকে চাপ দিয়ে সিপিআর করার চেষ্টা করছিল । মেয়ের গলায় স্কার্ফ ঝুলিয়ে আত্মহত্যার ভিডিও দেখায় অভিযুক্ত। জানায় এর আগেও সবিতা আত্মহত্যার চেষ্টা করেছিল।

সবিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শোকে দৃশ্যত মুহ্যমান মৃতার পরিবারের লোকজনেরা জানিয়েছেন, একটু চেষ্টা করলেই সবিতাকে বাঁচানো যেতো। তাকে বাঁচানোর চেষ্টা না করে অভিযুক্ত তার আত্মহত্যার দৃশ্য ভিডিওয় তুলে যাচ্ছিল। এমন নির্মম ঘটনা তাঁরা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। এই ঘটনায় সুবিচারের দাবি করেছেন সবিতার পরিবারের লোকজনেরা। এদিকে সবিতার আত্মহত্যায় সঞ্জয়ের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

You may also like