Home Featured Ranil Wickremesinghe: ‘মোদি নেতৃত্বাধীন ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ আমি’, মন্তব্য দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতির

Ranil Wickremesinghe: ‘মোদি নেতৃত্বাধীন ভারত সরকারের প্রতি কৃতজ্ঞ আমি’, মন্তব্য দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতির

by Anamika Nandi

মহানগর ডেস্ক: শ্রীলঙ্কার পাশে থাকার জন্য মোদি সরকারকে (Narendra Modi Government) ধন্যবাদ জানালেন রাষ্ট্রপতি বিক্রমসিংহে (Ranil Wickremesinghe)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে, শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে বুধবার দ্বীপরাষ্ট্রকে সহায়তা প্রদানের জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, “আমি বিশেষভাবে ভারতের কাছ থেকে পাওয়া সহায়তার কথা উল্লেখ করতে চাই। আমাদের নিকটতম প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের অর্থনৈতিক সংকটে যে সহায়তা প্রদান করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ”।

এদিন সংস্থাকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘মোদি নেতৃত্বাধীন ভারত সরকার আমাদের জীবনে আশার আলো জাগিয়েছে। আমাদের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই’। বিগত কয়েক মাস ধরে আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই আবহে বদল ঘটেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। গত মাসে সেখানকার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমসিংহে। আজ সংসদের নতুন অধিবেশন উদ্বোধন করবেন তিনি।

প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে পরিবার সহ দেশ ছেড়ে পালিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে দেশের জন্য একাধিক দায়িত্ব পালন করেছেন বিক্রমসিংহে। কিন্তু এখন দেশ গত ৭ দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ খাদ্য, ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে অক্ষম। কলম্বোর মত জায়গায় পেট্রোলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে মানুষ। নানা সময় রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে আমজনতা। আর এই সংকটময় পরিস্থিতিতে ভারতকে পাশে পেয়ে কৃতজ্ঞ বিক্রমসিংহে।

You may also like