মহানগর ডেস্ক: সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওম প্রকাশ রাজভার ঘোষণা করেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ও তাঁর দলের বিধায়করা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) ভোট দেবেন। উত্তরপ্রদেশ বিধানসভায় এসবিএসপি’র ছয় জন বিধায়ক রয়েছেন। এদিকে রাজভারের ঘোষণা সমাজবাদী পার্টির জন্য একটা বড় ধাক্কা। SBSP সভাপতি জানিয়েছেন যে, তিনি অমিত শাহর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
আগামী সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে বিরোধীদের জন্য আরেকটি বড় ধাক্কা। সমাজবাদী পার্টির মিত্র সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি প্রধান ওম প্রকাশ রাজভার শুক্রবার এনডিএ রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার কথা জানিয়েছেন। আজ সকালেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। তাঁর বক্তব্য, দলের জোটের মধ্যে কোনও ফাটল নেই। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনে এনডিএ প্রার্থীকে সমর্থন করতে বলেছিলেন। এমনকি প্রসঙ্গে আলোচনা সারতে নৈশভোজে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যোগীজি। তিনি বলেছিলেন, আমি যেহেতু অনগ্রসর শ্রেণী, দলিত এবং সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্কিত ইস্যুতে সরব হয়েছিলাম তাই আমার মুর্মুকে সমর্থন করা উচিত।
সেইসঙ্গে রাজভার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনিও একই কথা বলেছেন। তারপরই আমি আদিবাসী নেত্রীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। ২০২২-এর নির্বাচনের আগে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছিলেন রাজভার। সম্প্রতি তিনি বলেন যে, মুর্মু বা সিনহার মধ্যে কাকে সমর্থন করবেন, তা কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন। সেইসঙ্গে তিনি সমাজবাদী পার্টির নেতৃত্বাধীন জোটে ‘সব ঠিক আছে’ বলেও জানিয়েছেন।
পরবর্তীতে গত ৭ জুলাইয়ের একটি বৈঠকে অখিলেশ যাদব তাঁকে না ডাকলে অসন্তোষ প্রকাশ করেন SBSP প্রধান। তিনি বলেন, ‘গেল ৭ জুলাই-এর বৈঠকে আমাকে ডাকেননি অখিলেশজি। জয়ন্ত চৌধুরী সহ অন্যান্য সহযোগীদের বৈঠকে ডাকা হয়েছিল। এখনও জোটের সঙ্গে আছি। ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া যাবে’। এদিন ওম প্রকাশ রাজভারের ঘোষণাতে কিছুটা ধাক্কা খেয়েছে সমাজবাদী পার্টি।